প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৫:৪৫ পিএম | অনলাইন সংস্করণ
যমুনা ফিউচার পার্ক
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কের ব্যবসায়িক নিরাপত্তা ও স্বার্থসংশ্লিষ্ট কারণ বিবেচনা করে সাময়িক সময়ের জন্যে বন্ধ ঘোষণা করা হলেও পরবর্তীতে জনসাধারণের জনযে উন্মুক্ত করে পুনরায় কার্যক্রম শুরু করেছে।
যমুনা ফিউচার পার্কের শপিংমল দোকান ব্যবসায়ীদের সাথে আলোচনা করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে খুলে দেয়া হয় যমুনা ফিউচার পার্ক।
যমুনা গ্রুপের একজন প্রতিনিধি বলেছেন, আমরা বিশ্বাস করি, এই আলোচনা ভিত্তিক পদক্ষেপ আমাদের দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণে সহায়তা করবে এবং সকল অংশীদারদের সঙ্গে আরও শক্তিশালী সম্পর্ক স্থাপন করবে। আমরা ইতোমধ্যে সমস্যাগুলো সমাধান করেছি এবং ভবিষ্যতে যেকোনো সমস্যা মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ।
যমুনা গ্রুপ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ ক্রেতাদের এবং শপিংমলের সকল অংশীদারদের অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং দ্রুত সমস্যা সমাধান করে কার্যক্রম শুরু করেছে।
যমুনা গ্রুপের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হচ্ছে বলে এতে আরও বলা হয়।
এর আগে যমুনা ফিউচার পার্কে মোবাইলের দোকানে চুরির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করে ব্যবসায়ীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও থাকে। ট্রাফিক এলার্ট নামে একটি ফেসবুক গ্রুপ থেকে যমুনা ফিউচার পার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
দোকানদাররা জানান, বৃহস্পতিবার (২১ নভেম্বর) দিনগত রাতে সেখানকার মোবাইলের দোকানে চুরি হয়। এর প্রতিবাদে দোকান মালিক ও কর্মীরা রাস্তায় নেমেছেন।
শুক্রবার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে পুলিশের গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) এইচ এম শফিকুর রহমান বলেন, ‘আমরা যতদূর শুনেছি গতরাতে যমুনা ফিউচার পার্কের মোবাইলের দোকানে চুরি হয়।’
তিনি জানান, শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় এ ঘটনাকে কেন্দ্র করে দোকানদাররা একদফা রাস্তা আটকে বিক্ষোভ করেন। কিছুক্ষণ পর তারা রাস্তা ছেড়ে দেন। জুমার নামাজের পর আবার তারা রাস্তায় নামেন।