পশ্চিমবঙ্গের ৬টি বিধানসভার উপনির্বাচনের ফলাফল কেন্দ্র থেকে প্রকাশ হচ্ছে। ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, শুরু থেকেই ৬টি কেন্দ্রে এগিয়ে রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। গত বিধানসভা নির্বাচনে যে মাদারিহাট থেকে বিজেপি জয়ী হয়েছিল, সেই আসনে দ্বিতীয় রাউন্ড গণনায় তৃণমূল কংগ্রেস এগিয়ে।
শনিবার (২৩ নভেম্বর) হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এর আগে শনিবার সকাল থেকে ভোট গণণা শুরু হয়। এর আগে চলতি মাসের ১৩ তারিখ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রতিবেদনে বলা হয়, রাজ্যের ৬টি বিধানসভা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৩ নভেম্বর। এর আগে এই আসনগুলোর মধ্যে ৫টিতে আগে তৃণমূলই জয়ী হয়েছিল। একটি আসন ছিল বিজেপির। তবে, এবারের নির্বাচনের ফলাফলে অবশ্য তৃণমূল ৬-০ করার দিকে এগিয়ে যাচ্ছে। ভোট গণনা শুরু হতেই প্রতিটি কেন্দ্রেই এগিয়ে গিয়েছে শাসক ঘাসফুল শিবির।
নৈহাটিতে জয়ের পর তৃণমূল প্রার্থী সনৎ দে বলেন, এই জয় নৈহাটির মানুষের জয়। এখন আরও দায়িত্ব বাড়ল। প্রথম কাজ হলো, নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের উন্নয়ন করা।
মাদারিহাটে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টেপ্পো ৩০ হাজারের বেশি ভোটে জয়ী। এর আগে লাগাতার এই আসনে জয়ী হয়ে এসেছে বিজেপি। লোকসভা ভোটেও এই আসনে এগিয়ে ছিল মাদারিহাটে।
কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে দ্বাদশ রাউন্ড শেষে এক লাখ ৩০ হাজার ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। নৈহাটিতে দশম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী সনৎ দে ৪৮ হাজার ৯১০ ভোটে এগিয়ে থেকে জয়ী হয়েছেন।
মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচনে দশম রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী এগিয়ে ২২ হাজার ৪১৭ ভোটে। এখনও পর্যন্ত তৃণমূল প্রার্থী পেয়েছেন ৭৪ হাজার ৬৭৩ ভোট। বিজেপি প্রার্থী পেয়েছেন ৫২ হাজার ২৫৬ ভোট। সিপিআই প্রার্থী পেয়েছেন ৬ হাজার ৪৭৩ ভোট। কংগ্রেস প্রার্থীর ঝুলিতে গিয়েছে এক হাজার ৬৬৩ ভোট।
সিতাইয়ে শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের উল্লাস। বাজি ফাটিয়ে সবুজ আবির খেলে উল্লাস তৃণমূল কর্মী সমর্থকদের। উপস্থিত তৃণমূল কংগ্রেস সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।
উপনির্বাচনের ফলাফল নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, উপনির্বাচনে ফলাফল নিয়ে রেজাল্ট আসুক, এত তাড়াতাড়ি মন্তব্য ঠিক নয়। উপনির্বাচনে যেমন ফলাফল হয় তেমনি হচ্ছে। মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করবে। অন্যদিকে বাংলার এই ফলাফল ব্যাতিক্রম নয়, উপনির্বাচনে এমনই ফলাফল হয়। তবে ২৬-এ বিজেপি সরকার গঠন করবে। কালিয়াগঞ্জের উপনির্বাচন হেরেও জিতেছি, ২৪-এ লোকসভায় জিতেছি। ২৬-এও জিতব। মানুষকে বোকা বানাতে, বোকা বোকা কথা বলছেন মুখ্যমন্ত্রী।