প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ২:১৮ পিএম | অনলাইন সংস্করণ
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
রাশিয়ার নতুন মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের পর উদ্ভূত ‘নতুন ঝুঁকি’ মোকাবিলার জন্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে কাজ করছে ইউক্রেন।
গতকাল শুক্রবার (২২ নভেম্বর) রাতের ভিডিও ভাষণে এমনটাই জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
জেলেনস্কি বলেছেন, অন্য একটি দেশে যুদ্ধের উদ্দেশ্যে নতুন অস্ত্র পরীক্ষা করা ‘আন্তর্জাতিক অপরাধ’।
রাশিয়াকে যুদ্ধ সম্প্রসারণ থেকে বিরত রাখতে বিশ্বব্যাপী ‘গুরুতর প্রতিক্রিয়া’ জানানোর আহ্বান জানিয়েছেন তিনি।
জেলেনস্কি বলেন, ‘আমার পক্ষ থেকে, ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইতোমধ্যে আমাদের অংশীদারদের সঙ্গে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বৈঠক করছেন যা নতুন ঝুঁকি থেকে জীবন রক্ষা করতে সক্ষম হবে।’
সেই সঙ্গে ইউক্রেনীয়দের রুশ আক্রমণের অব্যাহত হুমকির মুখে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
জেলেনস্কি বলেন, যুদ্ধে এর বিকল্প নেই। আমাদের সচেতন থাকতে হবে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমাদের ভয় দেখানোর চেষ্টা চালিয়ে যাবেন। এভাবেই তিনি তার সমস্ত ক্ষমতা গড়ে তুলেছেন।
তিনি আরও বলেন, বিশ্বকে একটি ‘গুরুতর প্রতিক্রিয়া’ নিয়ে এগিয়ে আসতে হবে, যাতে পুতিন সত্যিই যুদ্ধ সম্প্রসারণের ভয়ে থাকেন এবং তার কর্মকাণ্ডের প্রকৃত পরিণতি অনুভব করেন।
৩৩ মাসের যুদ্ধে বৃহস্পতিবার ইউক্রেনের নিপ্রো এলাকায় নতুন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া। সেই সঙ্গে যুদ্ধক্ষেত্রে ক্ষেপণাস্ত্রটির আরও পরীক্ষা চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন।