স্থানীয় চামড়াশিল্পের উদ্যোক্তা হতে হলে কারখানা কীভাবে করতে হয়, মেশিনারিজ কীভাবে পাওয়া যাবে, ট্যানারি কীভাবে করতে হয় এসবই জানাতে ও উদ্যোক্তাদের দোরগোড়ায় আধুনিক প্রযুক্তির মেশিন পৌঁছে দিতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে তিন দিনব্যাপী ১০ম ‘লেদারটেক বাংলাদেশ ২০২৪’ মেলা।
প্রদর্শনীর দ্বিতীয় দিন শুক্রবার (২২ নভেম্বর) সরেজমিনে আইসিসিবিতে গিয়ে দেখা যায়, চামড়া পণ্যের উদ্যোক্তা, ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিশেষজ্ঞ ও সোর্সিং পার্টনারদের ভিড়ে জমে উঠেছে চামড়াশিল্পের এ আন্তর্জাতিক প্রদর্শনীটি।
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই চামড়াজাত শিল্পের এ প্রযুক্তির মেলায় ভিড় করেন দেশি উদ্যোক্তারা। এদের বেশির ভাগ বিভিন্ন বিদেশি কোম্পানিগুলোর আনা আধুনিক প্রযুক্তিগুলো দেখছেন।
প্রদর্শনীতে চামড়াজাত পণ্য তৈরির নানা ধরনের মেশিন নিয়ে হাজির হয়েছে চীন ও ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিষ্ঠান।
মেলায় আসা উদ্যোক্তারা জানান, এ ধরনের মেলায় স্থানীয় উদ্যোক্তাদের জন্য সুবিধাজনক। বিদেশে না গিয়ে দেশেই মেশিন দেখে অর্ডার করা যায়। এতে টাকাও সাশ্রয় হয়।
তিন দিনব্যাপী এ মেলায় বাংলাদেশের চামড়া, চামড়াজাত পণ্য ও ফুটওয়ার শিল্পের জন্য প্রয়োজনীয় মেশিনারি, কেমিক্যাল ও অ্যাক্সেসরিজ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও স্থানীয় প্রযুক্তি তুলে ধরা হবে।
চামড়া খাতের ছোট, মাঝারি ও বড় সব ধরনের মেশিনারিজ নিয়ে মেলায় অংশ নেওয়া ফোর এস অ্যাডভ্যান্স টেকনোলজির মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. ফজলুল করিম বলেন, আজ মেলায় গতকালের তুলনায় দর্শনার্থীদের ভিড় একটু বেশি। ভিড় বেশি হলেও এ ধরনের প্রদর্শনীগুলোতে বিক্রিটা বড় বিষয় না। সঠিক পণ্যটি ক্রেতাদের কাছে তুলে ধরতে পারলে তখনই আমরা তার সুফল পাবো এবং পাচ্ছিও। আগের মেলাগুলোর মাধ্যমে অনেকগুলো নতুন নতুন ক্রেতা পেয়েছিলাম। আমাদের এখানে যে কেউ পণ্য কিনতে পারবেন।
রূপগঞ্জে ছোট পরিসরে একটি জুতার কারখানা দেওয়ার উদ্দেশে মেশিনারিজ দেখতে এসেছেন উদ্যোক্তা তৌহিদুর রহমান। কথা হলে তিনি বলেন, একটি জুতার ফ্যাক্টরি দেবে সেজন্য প্রদর্শনীতে এসেছি। এখনো পছন্দ করতে পারিনি কোন ধরনের মেশিন নেওয়া ভালো হবে আমার প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী। তবে এখানে কিছু প্রতিষ্ঠান যন্ত্রাংশ বিক্রির পাশাপাশি কারখানা তৈরিতে নানা সহযোগিতা করে থাকে। এটা আমার জন্য ভালো। ছোট জায়গায় কারখানা তৈরির ব্যবস্থা করতে পারলে আমার সুবিধা হয়।
‘লেদারটেক বাংলাদেশ’ প্রদর্শনীটির আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রদর্শনীটির ১০ম আসরে ২০টি দেশের প্রায় ২০০ প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। বিগত কয়েক বছর ধরে এটি বাংলাদেশের চামড়া, জুতা ও ভ্রমণ সামগ্রী খাতের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন এবং অনুসন্ধানের সবচেয়ে পছন্দসই প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। প্রদর্শনী চলবে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত।