দুর্নীতিমুক্ত বৈষম্যহীন দেশ গড়তে চাই: মাও. আরশাদুল আলম
প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮:১৮ পিএম | অনলাইন সংস্করণ
জামায়াতে ইসলামীর যশোর জেলা পশ্চিম শাখার সাবেক সেক্রেটারি অধ্যাপক মাওলানা আরশাদুল আলম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। যেদেশে কোনো টেন্ডারবাজি থাকবে না, ভিজিএফ, ভিডাব্লিউবি, টিসিবির দুর্নীতি হবে না। এসব নিতে গরিবকে ছুটতে হবে না। জামায়াতের নেতাকর্মীরা গরিবের বাড়ি পৌঁছে দেবে।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসা মাঠে পৌর জামায়াতের সহযোগী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর আসনের জামায়াতে ইসলামীর মনোনয়নপ্রত্যাশী মাওলানা আরশাদুল আলম।
পৌর আমির অধ্যাপক মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা আমীর অধ্যাপক হরুন অর রশীদ, সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম।
এসময় উপস্থিত ছিলেন এম এল মডেল হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম মাহবুবুল আলম মন্টু, সেন্টলুইস মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, রঘুনাথনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুল বান্না, বোধখানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল্লাহ স্বপন, জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান, পৌর সেক্রেটারি আব্দুল কাদের, পৌর নেতা আব্দুল হামিদ, আতিকুজ্জামান পলাশ, রবিউল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।