প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬:২৭ পিএম | অনলাইন সংস্করণ
বর্তমান সময়ে দল হিসেবে আওয়ামী লীগ সংকটে আছে বলে স্বীকার করেছে। ৫ আগস্ট দলের সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর থেকে সংকটে আওয়ামী লীগ।
শেখ হাসিনা দেশ ছাড়ার পর আত্মগোপনে প্রভাবশালী নেতারা। বেশ কয়েকজন আছেন কারাগারে।
এমন পরিস্থিতি নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে।
শুক্রবার (২২ নভেম্বর) ফেসবুক পেজে এক স্ট্যাটাসে নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছৈ আওয়ামী লীগ। এ সময় তৃণমূল নেতাকর্মীরাই সংকটকালে ভরসার জায়গা বলে জানানো হয়েছে।
আওয়ামী লীগের পেজে দেওয়া ওই নির্দেশনায় বলা হয়েছে, প্রিয় আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীবৃন্দ, দলের সংকটময় সময়ে আপনারাই আশার আলো।
এই কঠিন সময়ে দলের প্রতি আপনাদের একাগ্রতা ও ত্যাগ আমাদের সবচেয়ে বড় শক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকুন, আমাদের পেজ থেকে প্রকাশিত প্রতিটি বার্তা ছড়িয়ে দিন। দলীয় সংযোগ দৃঢ় করুন এবং সর্বদা খবরের প্রতি সজাগ থাকুন।
দলের দুঃসময়ে সাহসিকতার সঙ্গে যারা রুখে দাঁড়িয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।
তবে আওয়ামী লীগের পেজে ঘেঁটে দেখা গেছে, পেজটিতে নেতাকর্মীদের দিকনির্দেশনার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করা হয়। ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে ভুয়া তথ্য বা গুজব ছড়ানোর অভিযোগ আছে পেজটির বিরুদ্ধে।