পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পেসবান্ধব পার্থ ক্রিকেট স্টেডিয়ামের পিচে নাকানিচুবানি খেলেন ভারতীয় ব্যাটাররা। অলআউট হয়ে গেলেন মাত্র ১৫০ রানে। অস্ট্রেলিয়ার হয়ে সবগুলো উইকেটই তুলে নিলেন চার পেসার- মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, মিচেল মার্শ ও প্যাট কামিন্স।
শুক্রবার টস জিতে আগের ব্যাট করতে নেমে ৭৩ রানে ভারতের ছিল না ৬ উইকেট। এতে একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল সফরকারীদের।
তবে রিশাভ পান্ত আর অভিষিক্ত নিতিশ কুমার রেড্ডির প্রতিরোধে বড় লজ্জা এড়ায় ভারত।
ভারতকে ১৫০ রানে অলআউট করলেও স্বস্তিকর অবস্থানের আশপাশেও ঘেঁষতে পারলো না অস্ট্রেলিয়া। ২৭ ওভার ব্যাট করে ৭ উইকেটে ৬৭ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে অসিরা। এখন ৮৩ রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। ১৯ রান নিয়ে উইকেটে আছেন অ্যালেক্স কেরে ও ৬ রান নিয়ে ব্যাট করছিলেন মিচেল স্টার্ক।
অসি পেসারদের তোপে দুই সেশনও টিকতে পারেনি ভারত। শেষ ব্যাটার হিসেবে প্যাট কামিন্সের বলে উসমান খাজার হাতে ক্যাচ দেন নিতিশ কুমার রেড্ডি। অভিষিক্ত রেড্ডির করা ৪১ রানই ভারতের ইনিংসের সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে রিশাভ পান্তের ব্যাট থেকে।
সপ্তম উইকেটে নিতিশ আর রেড্ডি ৪৮ রানের জুটি না গড়লে আরও বড় বিপদে পড়তে পারতো ভারত। টপঅর্ডার ব্যাটাররা যে একদমই সুবিধা করতে পারেননি।
যশস্বী জয়সওয়াল ও দেবদূত পাডিক্কাল ফেরেন শূন্য হাতে। বিরাট কোহলিও (৫) আরও একবার ব্যর্থ। ওপেনিংয়ে নামা লোকেশ রাহুল চেষ্টা করলেও ইনিংস বড় করতে পারেননি (২৬)।
জবাব দিতে নেমে জাসপ্রিত বুমরাহর নেতৃত্বাধীন ভারতীয় পেসারদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ১৯ রান তুলতে তারা হারিয়ে বসে ৩ উইকেট। একাই ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে চেপে ধরেন বুমরাহ।
দলীয় ১৪ রানের মাথায় সাজঘরে ফেরেন অভিষিক্ত নাথান ম্যাকসুনে (১০)। এরপর এক ওভারে টানা দুই বলে উসমান খাজা (৮) আর স্টিভেন স্মিথকে (০) তুলে নেন বুমরাহ।
টিকতে পারেননি ট্রাভিস হেডও (১৩ বলে ১১)। অভিষিক্ত পেসার হার্ষিত রানার টেস্ট ক্যারিয়ারের প্রথম শিকার হন বাঁহাতি অসি ব্যাটার। মিচেল মার্শ ১৯ বল খেললেও করতে পারেন ৬ রান।
থিতু হয়ে থাকার প্রাণপণ চেষ্টা করেন মারনাস লাবুশেন। ৫২টি বল খেলেন তিনি। যেখানে আউট হওয়া ব্যাটারদের কেউ ২০ বলও টেকেননি, সেখানে ৫২ বল খেলাটা কম কথা নয়। তবে রান লাবুশেন রান করেন মাত্র ২। এটাও কিছু অবাক করার মতোই ঘটনা।
প্যাট কামিন্সকেও দাঁড়াতে দেননি বুমরাহ। ৫ বলে ৩ রান করে উইকেটরক্ষক রিশাভ পান্তের হাতে ক্যাচ হন অসি অধিনায়ক।
অস্ট্রেলিয়ার হয়ে জস হ্যাজেলউড ৪টি আর মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ নিয়েছেন ২টি করে উইকেট। ভারতের হয়ে ১৭ রানে ৪ উইকেট শিকার করেন বুমরাহ, ২ উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও বাকি ১ উইকেটের দখল নেন হার্ষিত রানা।