শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ   আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা: প্রেস সচিব   যুক্তরাষ্ট্রে আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, সুবিধা পেতে পারে বাংলাদেশ   আয়নাঘরের কারিগর ২২ কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ   ‘জুলাই বিপ্লবের ছাত্র-জনতাকে জাতি আজীবন স্মরণ করবে’   ভারত থেকে এলো ৪১০ মেট্রিক টন চাল   ডেঙ্গুতে একদিনে ২ মৃত্যু, হাসপাতালে ৪৫৮ রোগী   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
‘গণঅভ্যুত্থানের চেতনা থেকে সরে আপসের পথে রাজনৈতিক দলগুলো’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ২:৫৩ পিএম | অনলাইন সংস্করণ

গণঅভ্যুত্থানের পর সবাই আপসের পথ বেছে নিচ্ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে আপস করেছে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল। তারা তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে চাইছে।

শুক্রবার (২২ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘গণঅভ্যুত্থান ও বর্তমান করণীয়’ শীর্ষক উন্মুক্ত সভায় আলোচকেরা এমন মন্তব্য করেন।

তারা বলেন, গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো আপসের পথে হাঁটছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে আপস করা হয়েছে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে। দ্রুত নির্বাচনের আয়োজন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টাও চলছে বলে তাঁরা মন্তব্য করেন।

সভাটির আয়োজন করে গণঅভ্যুত্থান সমর্থক মঞ্চ। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও দার্শনিক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার অনুপস্থিত ছিলেন।

জাতীয় জনতার জোটের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন বলেন, ৫ আগস্ট বিপ্লবী ছাত্র ও জনতার গণঅভ্যুত্থানের ফলে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটে এবং খুনি হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। এই অভ্যুত্থানে ২ হাজারের বেশি মানুষ শহীদ হন। 

তিনি আরও বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং রাষ্ট্রের আমূল সংস্কার। কিন্তু তিন মাস না পেরোতেই রাজনৈতিক দলগুলো সেই চেতনা থেকে দূরে সরে গেছে।

সভায় আরও বক্তব্য দেন প্রকৌশলী মোনতাছির, গণমুক্তি পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, সর্বজনীন দলের নূর মোহাম্মদ মনির এবং শিক্ষার্থী নাফিউল ইসলাম।

বক্তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া, সংবিধান সংস্কার এবং অর্থনৈতিক কাঠামো পরিবর্তনের মতো বিষয়গুলোতে আপসের সমালোচনা করেন।

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা থাকলেও রাজনৈতিক দলগুলো আপসের পথে হাঁটছে বলে মত দেন আলোচকেরা।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]