সোমবার ২৫ নভেম্বর ২০২৪ ১০ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: ইসরায়েলি নেতাদের মৃত্যুদণ্ডের দাবি ইরানের সর্বোচ্চ নেতার   শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে কেউ নিহত হয়নি: ডিএমপি   ব্যর্থতা স্বীকার করে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম   সংঘাতের পর সেনাবাহিনীর নিয়ন্ত্রণে মোল্লা কলেজ   ডেঙ্গুতে আজ ২ জনের মৃত্যু, হাসপাতালে ৯৩৪   রাজধানীতে ৮ হাজার শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা   সংঘর্ষে না জড়িয়ে শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান সরকারের   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট একাদশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ১০:৩৭ এএম | অনলাইন সংস্করণ

বাংলাদেশের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে নামার একদিন আগেই নিজেদের একাদশ ঘোষণা করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের চ্যালেঞ্জ জানাতে দলে রাখা হয়েছে পাঁচ পেসার।

অ্যান্টিগায় দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শুক্রবার (২২ নভেম্বর) রাত ৮টায় ক্যারিবীয়দের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগেই বৃহস্পতিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের একাদশ প্রকাশ করলো উইন্ডিজ ক্রিকেট।

বাংলাদেশের বিপক্ষে আড়াই বছর আগে ঘরের মাঠে খেলা দুই টেস্টে জয় পেয়েছিল উইন্ডিজ। এরপর ঘরের মাঠে টেস্ট জয়ের আর দেখা পায়নি ক্যারিবীয়রা। সবশেষ ১৫ ম্যাচে ক্যারিবীয়দের জয় মাত্র দুই টেস্টে। এবার বাংলাদেশকে সামনে পেয়ে জয়ের ধারায় ফিরতে উন্মুখ হয়ে আছে তারা। এজন্য বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে অতীতের রেকর্ডই আশা জাগাচ্ছে উইন্ডিজ খেলোয়াড়দের। গেল দেড় দশকে ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জে বাংলাদেশের বিপক্ষে খেলা ৬ টেস্টেই দাপুটে জয় পেয়েছে তারা।

অবশ্য ওয়েস্ট ইন্ডিজের এবারের দলে অভিজ্ঞের চেয়ে অনভিজ্ঞ ক্রিকেটারই বেশি। কেচি কার্টি, জাস্টিন গ্রিভস বাংলাদেশের বিপক্ষে নামার আগে খেলেছেন মাত্র দুই টেস্ট। মিকাইল লুইস ৫ আর কাভেম হজ খেলেছেন ৭ টেস্ট। এছাড়া অনেকের এখনো ম্যাচের সংখ্যা ১০ পেরোয়নি। তবুও, প্রতিপক্ষ বাংলাদেশ হওয়ায় আশাবাদী উইন্ডিজ কোচ আন্দ্রে কোলি।

তিনি বলেন, ‘আমাদের দলে এমন কিছু খেলোয়াড় আছে যাদের বাংলাদেশের বিপক্ষে হোম-অ্যাওয়েতে অতীতে খেলার অভিজ্ঞতা আছে এবং তারা সফলও হয়েছে। ক্রিকেটাররা একে অপরের সম্পর্কে জানে। দলে কিছু নতুন ছেলেও আছে। এটা সিনিয়র ও ইমার্জিং খেলোয়াড়দের জন্য সুযোগ, দল হিসেবে আমাদের সামর্থ্য কতটুকু, সেটা প্রমাণ করার। বাংলাদেশের বিপক্ষে আমাদের সিরিজগুলো বরাবরই এক্সাইটিং ও চ্যালেঞ্জিং হয়ে এসেছে। ঘরের মাঠে এই সিরিজ জয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজ জিতে উইনিং মোমেন্টাম নিয়ে আমরা পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে যেতে চাই।’

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), অ্যালিক অ্যাথানেজ, কেচি কার্টি, জশুয়া ডি সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, মিকাইল লুইস, কেমার রোচ ও জেইডন সিলস।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]