প্রকাশ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ১২:০৬ এএম | অনলাইন সংস্করণ
‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৪-২৫ অর্থ বছরে রবি ২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো হাইব্রিড জাতের ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কাপাসিয়া উপজেলায় ২০০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড জাতের বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক এর সভাপতিত্বে বুধবার (২০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা হলরুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম।
উপজেলার ১১টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে জনপ্রতি ২ কেজি করে বীজ বিতরণ করা হয়।
উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকিল আহমেদ জানান,উপজেলা ১১ টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ২ কেজি করে বীজ বিতরণ করা হয়।
উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা: আতিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামিমা নাসরীন, কাপাসিয়া থানার সেকেন্ড অফিসার মো.আমিনুল হক, সাংবাদিক এফএম কামাল হোসেন উপস্থিত ছিলেন।