বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: আগামী নির্বাচনের সময় জানালেন উপদেষ্টা সাখাওয়াত   ব্যারিস্টার সুমন দুই দিনের রিমান্ডে   ড. মুহাম্মদ ইউনূসের নামে ৬ মামলা বাতিল   নতুন নির্বাচন কমিশন গঠন, নাসির উদ্দীন সিইসি   ডক্টরেট ডিগ্রি পেলেন ক্রিকেটার মঈন আলী   বিক্ষোভরত অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া   জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কখনোই মামলা-হামলা হবে না: আমিনুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৬:৪২ পিএম | অনলাইন সংস্করণ

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য আর কখনোই মামলা-হামলা, জুলুম-নির্যাতন হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। 

আমিনুল হক বলেন, ‘জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে দেশ স্বাধীন হয়েছে। স্বাধীন দেশে আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরবেন। আপনারা কোনো হামলা-মামলার শিকার হবেন না।’

তিনি বলেন, ‘আমরা আর অপরাজনীতি দেখতে চাই না। গত ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনার পতন আন্দোলনে শুধু রাজনৈতিক নেতা-কর্মী ও সাধারণ মানুষ রাজপথে ছিলেন না, সাংবাদিকরাও এই লড়াইয়ে ছিলেন। গত ১৭ বছর সাহসিকতার সঙ্গে রাজপথে থেকে সংবাদ সংগ্রহ করেছেন, একইভাবে আগামী দিনেও থাকবেন।’ 

বিএনপির এই নেতা বলেন, ‘স্বৈরাচার হাসিনা সরকার নানা কায়দায় গণমাধ্যমের ওপর প্রভাব বিস্তার করেছিল। কোন নিউজ করা যাবে, কোন নিউজ করা যাবে না- এটা তারা নির্ধারণ করেছে। মসজিদের ইমামকেও নির্ধারণ করে দেওয়া হয়েছিল সে কী পড়বে, কী পড়বে না।’ 

জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, ‘দীর্ঘ আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি। স্বৈরাচারমুক্ত বাংলাদেশে আমরা দৃঢ়ভাবে বলতে চাই, স্বাধীন গণমাধ্যম, সত্য, বস্তুনিষ্ঠতা তথ্য জাতির সামনে তুলে ধরবেন।’

মতবিনিময় সভায় আরও উপস্থিত মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি, দপ্তর সম্পাদক এবিএমএ আব্দুর রাজ্জাক। 

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশিদ আলম, ডিআরইউয়ের সাবেক সভাপতি মুরসালিন নোমানী, নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার মঈন উদ্দিন খান, আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার নজরুল ইসলাম, সমকালের সিনিয়র রিপোর্টার কামরুল হাসান, কালবেলার সিনিয়র রিপোর্টার শফিকুল ইসলাম, মাই টিভির প্রধান প্রতিবেদক মাহবুব সৈকত প্রমুখ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]