প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৬:১৪ পিএম | অনলাইন সংস্করণ
আরও পাঁচটি সংস্কার কমিশন গঠন করা হবে। এ লক্ষ্যে প্রধান উপদেষ্টার কাছে সারসংক্ষেপ পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গতকাল রোববার (১৮ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধান উপদেষ্টার কাছে এ সারসংক্ষেপ পাঠানো হয়।
গণমাধ্যম সংস্কার কমিশন গঠন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, স্বাস্থ্যখাত সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন গঠন এবং নারী বিষয়ক সংস্কার কমিশন গঠনের জন্য এসব সারসংক্ষেপ পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর এ নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
এর মধ্যে সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কার কমিশন, স্থানীয় সরকার বিশেষজ্ঞ প্রফেসর তোফায়েল আহমেদকে প্রধান করে স্থানীয় সরকার সংস্কার কমিশন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানকে প্রধান করে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন, বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে শ্রম সংস্কার কমিশন এবং নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভিন হককে প্রধান করে নারীবিষয়ক সংস্কার কমিশন গঠনের জন্য প্রস্তাব করা হয়েছে।