প্রকাশ: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৯:০৭ এএম | অনলাইন সংস্করণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের ১ হাজার ৫০০ নবীন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ ও হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনীগ্রন্থ সিরাত উপহার দিয়ে বরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ এসোসিয়েশন।
রোববার (১৭ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে ব্যতিক্রম এই নবীন বরণ অনুষ্ঠিত হয়।
কোরআন শরীফ, সিরাতগ্রন্থ ছাড়াও এই দেড় হাজার শিক্ষার্থীকে দেওয়া হয়েছে দোয়ার বই, প্রসপেক্টাস ও অন্যান্য বই।
অনুষ্ঠানে ইসলামিক আলোচক অধ্যাপক মোখতার আহমেদ বলেন, “যদি আপনি কোরআনের কাছে আসেন তাহলে আপনি আন্দোলিত হবেন, আপনার মনের কষ্ট দূর হয়ে যাবে। শিক্ষার্থীরা যেন দ্বীনের পথে অবিচল থাকে, আল্লাহ ও তার রাসূলকে জানতে পারে, সেজন্য আজকে শিক্ষার্থীদের মাঝে কোরআন ও সীরাত গ্রন্থ পৌছে দেওয়া হয়েছে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ও খতীব নাজির মাহমুদ বলেন, “আজকে যাদের হাতে কোরআন ও সীরাত গ্রন্থ পৌছে দেওয়া হলো তাদের মনে রাখা উচিত- আমরা যতদিন কোরআনের উপর থাকব ততদিন আমরা পথ হারাব না। কোরআনকে ছেড়ে দিলে আমরাও সঠিক পথ থেকে বিচ্যুত হব।”
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ এসোসিয়েশনের পরিচালক হামিদুর রশিদ জামিলের সভাপতিত্বে আল কোরআন একাডেমী লন্ডনের চেয়ারম্যান হাফেজ ড. মুনির উদ্দীন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চেয়ারম্যান ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, শিক্ষাবিদ ও বাংলাদেশ ইন্সটিটিউট অফ ইসলামিক থটের মহাপরিচালক ড. এম আবদুল আজিজ, পিএসসি, জি (অব.) কর্নেল মো. জাকারিয়া হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, কবি, লেখক ও চিন্তাবিদ মুসা আল হাফিজ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এর সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপুসহ দাওয়া এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।