বাংলাদেশের শরীয়তপুর জেলার কৃতি সন্তান, বিটিএসএফের কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান, সংগঠক ও ইতালি প্রবাসী সাংবাদিক ইসমাইল হোসেন স্বপন সফল সংগঠক হিসেবে বিশেষ অবদানের জন্য বিটিএসএফ ‘সম্মাননা স্মারক’ পেয়েছেন।
শনিবার (৯ নভেম্বর) দুপুরে ঢাকার তোপখানা রোডের ধানসিঁড়ি রেষ্টুরেন্টে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা দেওয়া হয়।
এসময় দেশের নানান শ্রেণি-পেশার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। তিনি ইতিপূর্বেও বিভিন্ন বিষয়ে বিশেষ অবদানের জন্য সম্মাননা পদক ও পুরস্কারে ভূষিত হয়েছেন।
১৯৯৭ সালে প্রত্যন্ত অঞ্চল শরীয়তপুরের নড়িয়া উপজেলায় শুরু হয়েছিল ইসমাইল হোসেন স্বপনের সাংবাদিকতায় পথচলা।
বাংলাদেশে থাকাকালীন সাংবাদিকতায় কাজ করেছেন দৈনিক প্রভাত, দিনের শেষে, বহুল প্রচারিত ভোরের কাগজ, দৈনিক মানবজমিনসহ বেশ কয়েকটি পত্রিকায়।
সাংবাদিক ইসমাইল হোসেন স্বপন বলেন, ‘প্রবাসে আসার পর আজও সাংবাদিকতা জীবন অব্যাহত। এখানে আসার পর প্রথমে দৈনিক আমাদের সময়, মানবজমিন পরবর্তীতে অনলাইন নিউজপোর্টাল রাইজিং বিডি, সারাবাংলাসহ বাংলাদেশের প্রথম সারির বেশকিছু গগণমাধ্যমে ইতালি প্রতিনিধি হিসেবে কাজ করেছি।’
তিনি বলেন, ‘পাওয়া না পাওয়ার ব্যক্তিগত কোনো অর্জন বা অনার্জনের কোনো চিন্তা থেকে নয় দেশ ও দশের স্বার্থে সাংবাদিকতা করি আমি। নিপীড়িত, শোষিত মানুষের স্বার্থে সাংবাদিকতাকেই ব্রত হিসেবে নিয়ে কাজ করছি। কতটা সফল হয়েছি তা অপরের বিচার্য, তবে ব্যর্থ হইনি বলেই মনে করি। প্রবাসে সাংবাদিকতা শুরুর পর থেকেই সব সময় চেষ্টা করছি ইতালিতে প্রবাসী বাংলা কমিউনিটি, ইতালিতে বাংলাদেশ দূতাবাসসহ দেশটিতে ঘটে যাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ দ্রুত সময়ে কভার করে পত্রিকা অফিসে পাঠানোর।
সাংবাদিক ইসমাইল হোসেন স্বপন বর্তমানে বহুল প্রচারিত দেশসেরা পত্রিকা কালবেলা এবং অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ ও ভোরের পাতার ইতালি প্রতিনিধি হিসেবে কাজ করছেন।