বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: সাবেক সচিব নাসির উদ্দীনকে সিইসি নিয়োগ   ডক্টরেট ডিগ্রি পেলেন ক্রিকেটার মঈন আলী   বিক্ষোভরত অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া   জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান   রেলপথ মন্ত্রণালয়ে যুক্ত হলো ৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট   ছাত্র-জনতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই: প্রধান উপদেষ্টা   আইজিপি হিসেবে বাহারুল আলমের দায়িত্ব গ্রহণ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
আর্জেন্টাইন তারকা ম্যাক অ্যালিস্টারের বিরুদ্ধে মামলা দায়ের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ১১:৫৫ পিএম | অনলাইন সংস্করণ

জিওভান্নি লো সেলসোর বদলে ঢুকে পড়েছিলেন বিশ্বকাপের দল। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। বিশ্বকাপ জিতেছেন, ব্রাইটন থেকে লিভারপুলেও দলবদল করেছেন। তবে এরমাঝে জীবনেও পরিবর্তন এসেছে তার। ২০২২ বিশ্বকাপ জয়টা ম্যাক অ্যালিস্টার উদযাপন করেছিলেন কামিলা মায়ানকে নিয়ে। 

কিন্তু বিশ্বকাপ জয়ের কদিন পরেই তাদের জীবনে আসে বিচ্ছেদ। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার মায়ানকে ছেড়ে বাল্যবান্ধবী আইলেন কোভার প্রেমে পড়েন। লিভারপুলে ট্রান্সফারের দিনেও ম্যাক অ্যালিস্টারের সঙ্গে ছিলেন কোভা। 

তবে বিচ্ছেদের প্রায় ২ বছর পর এবার সাবেক প্রেমিকা মায়ানের মামলা হজম করতে হচ্ছে ম্যাক অ্যালিস্টারকে। ম্যাক অ্যালিস্টারের সঙ্গে আর্জেন্টিনার বাইরে যে কয়েক বছর কাটিয়েছেন, তার জন্য আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছেন। সেই সঙ্গে অভিযোগ, তার সঙ্গে সম্পর্ক থাকা অবস্থায়ই আর্জেন্টিনার এই তারকা বর্তমান প্রেমিকা কোভার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। 

বিষয়টা এতটাই বড় আকার ধারণ করেছে প্যারাগুয়ে ম্যাচের আগে সাংবাদিকদের কাছ থেকে এই বিষয়ে প্রশ্নও শুনতে হয়েছে তাকে। অবশ্য সদা শান্তশিষ্ট ম্যাক অ্যালিস্টার এই প্রশ্নেও থাকলেন নির্ভার, ‘আমি মনে করি একটা সম্পর্কের ক্ষেত্রে এটা খুব স্বাভাবিক ঘটনা। সে (কামিলা মায়ান) ব্যাপারটি জনসমক্ষে আনতে চেয়েছিল। সে যা অনুভব ও বিশ্বাস করেছে, সেটাই করেছে। কিন্তু আমি জানি ব্যাপারগুলো আসলে কীভাবে ঘটেছে। এ কারণেই আমি একদম শান্ত আছি।’

ম্যাক অ্যালিস্টার সবটাই ছেড়ে দিয়েছেন আদালতের ওপর, ‘তার সঙ্গে আমার আর সম্পর্ক নেই। সে তার পথ বেছে নিয়েছে, আমি আমারটা। ব্যস, এটুকুই। এর বাইরে যদি কিছু থেকে থাকে (মামলাসংক্রান্ত বিষয়াদি), সেটা আদালতের মাধ্যমে ফয়সালা হবে, যেখানে হওয়া উচিত আরকি।’ 

মামলার পর মাঠের খেলাতেও দুঃসময় সইতে হয়েছে ম্যাক অ্যালিস্টারকে। প্যারাগুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরেছে তার দল। সেখানে ম্যাক অ্যালিস্টারের পারফরম্যান্সটাও ছিল মলিন। ৬৩ মিনিটেই তাকে বদলি করেছিলেন কোচ লিওনেল স্কালোনি। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]