প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৫:০৯ পিএম | অনলাইন সংস্করণ
ভয়াবহ বায়ুদূষণের কবল থেকে পাকিস্তানকে রক্ষায় বৃষ্টিপাতের জন্য ইস্তিসকা নামাজ আদায়ের জন্য জাতির কাছে আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। বর্তমানে পাকিস্তানের বিভিন্ন অংশে বিপর্যয়ের মুখে রয়েছে পরিবেশ। বিশেষ করে বিপজ্জনক ধোঁয়াশার কবলে পড়েছে লাহোর ও পাঞ্জাব শহর।
বিবৃতিতে শাহবাজ শরীফ সালাতুল ইস্তিস্কা সমাবেশের জন্য ধর্মীয় আলেম ও নেতাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সব মসজিদে সালাতুল ইস্তিসকা সমাবেশের আয়োজন করতে হবে। বর্তমান পরিস্থিতিতে বৃষ্টি জরুরি প্রয়োজন।
তিনি বলেন, বৃষ্টি পরিবেশের উন্নতি ঘটাবে এবং রোগ থেকে মুক্তি পেতে ব্যাপকভাবে সহায়তা করবে। আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা উচিত, যাতে মানুষের জীবন এ সমস্যা থেকে মুক্তি পেতে পারে।
বায়ুদূষণের কবলে পড়ে পাঞ্জাব বর্তমানে ধোঁয়াশার শহরে পরিণত হয়েছে। রাজধানী লাহোর বিশ্বের সবচেয়ে দূষিত শহর। তথ্য ইঙ্গিত দেয়, লাহোরের বায়ুমানের সূচক বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাবিত সীমার চেয়ে প্রায় ৭৪ গুণ বেশি।
এদিকে স্থানীয় পূর্বাভাসে বলা হয়েছে, শিগগিরই রাওয়ালপিন্ডি, মুরি, এটক, চাকওয়াল, তালাগাং, ঝিলাম, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, লাহোর, মিয়ানওয়ালি, খুশাব, সারগোধা এবং অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ১৫ নভেম্বর ভাক্কর, লাইয়াহ এবং ডেরা গাজি খানের মতো এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।