প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ১০:১৫ এএম | অনলাইন সংস্করণ
ইসরায়েলের আরেক সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার (১৫ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হিজবুল্লাহ এক ঘোষণায় জানিয়েছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলের একর শহরে শ্রাগা সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে। সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইসরায়েলও এই হামলা সম্পর্কে এখন পর্যন্ত মুখ খুলেনি। এর আগে হিজবুল্লাহ দাবি করে, তারা তেল আবিবের তেল হাইম সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।
গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে গাজায় এখন পর্যন্ত ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে লক্ষাধিক। গাজায় ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছে গত বছরের নভেম্বর থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ।
এর জেরে ইসরায়েলও লেবাননে হিজবুল্লাহকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। সেইসঙ্গে লেবাননে গত সেপ্টেম্বর থেকে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, হিজবুল্লাহকে নির্মূল না করা পর্যন্ত তাদের এই অভিযান থামবে না।