প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২:৫৪ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) এর জলবায়ু বান্ধব উন্নত ধান চাষ প্রকল্প বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর ) বিকালে কাপাসিয়া উপজেলা বন্ধু ফাউন্ডেশন কার্যালয়ে এ কার্যক্রম হয়। এ সময়ে জলবায়ু সমস্যা এবং এ থেকে উত্তরণের বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর কৃষিবিদ বিভুতি ভূষন সরকার। প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কাপাসিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দ শাকিল আহমেদ। ঢাকা জোনের জোনাল ম্যানেজার এম এ মান্নান ।
এসময় বক্তারা পরিবেশে জলবায়ুর প্রভাব এবং জলবায়ু সমস্যা নিয়ে আলোচনা করেন। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় কিভাবে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন কাজ করছে সে বিষয়ে আলোকপাত করেন।