বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: রাজধানীতে অটোরিকশা চালকদের রেল ও সড়ক অবরোধ   শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা    ধামরাইয়ে বাস-ট্রাকের সংঘর্ষে ৪ শ্রমিক নিহত, আহত ১৫    সশস্ত্র বাহিনী দিবস আজ, দিনভর যত আয়োজন   আজ গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়   তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়ছে   সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুর   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে
ভোরের পাতা ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ২:৩৭ পিএম | অনলাইন সংস্করণ

উপন্যাস ‘অরবিটাল’ এর জন্য ২০২৪ সালের বুকার পুরস্কার জিতেছেন ব্রিটিশ লেখক সামান্থা হার্ভে। গত মঙ্গলবার (১২ নভেম্বর) এ পুরস্কার ঘোষণা করা হয়েছে।

আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ছয়জন নভোচারীর একদিনের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে ‘অরবিটাল’ উপন্যাসটিতে। অরবিটালে যে ছয় নভোচারীর কথা বলা আছে, তাদের দুজন পুরুষ এবং চারজন নারী।

২০১৯ সালের পর প্রথম নারী হিসেবে বুকার পুরস্কার জিতলেন হার্ভে। তিনি পুরস্কার হিসেবে ৫০ হাজার পাউন্ড পাবেন।

বিচারক প্যানেলের চেয়ারপারসন অ্যাডমুন্ড ডে ওয়াল মঙ্গলবার বলেছেন, বিচারকদের সর্বসম্মতিক্রমে ব্রিটিশ লেখক হার্ভেকে বুকার পুরস্কারজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।

হার্ভে জানান, যেসব মানুষ পৃথিবীর পক্ষে সরব থাকেন, অন্য মানুষের মর্যাদা, অন্য প্রাণের পক্ষে কথা বলেন এবং যেসব মানুষ শান্তি প্রতিষ্ঠায় সোচ্চার থাকেন ও কাজ করেন তাদের সবার জন্য তিনি পুরস্কারের ৫০ হাজার পাউন্ড অর্থ উৎসর্গ করছেন।

পুরস্কার জেতার পর বিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হার্ভে বলেন, তিনি পুরোপুরি বিস্মিত এবং অত্যন্ত অভিভূত হয়েছেন। 

তিনি আরও বলেন, এই পুরস্কার তার জীবন পরিবর্তন করে দেবে।

৫০ হাজার পাউন্ড পুরস্কারের অর্থ কীভাবে খরচ করবেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাকে একটা নতুন বাইক কিনতে হবে এবং সেটা হবে একটি ভালো বাইক।

অরবিটাল বইটি মোট ১৩৬ পৃষ্ঠার। এটি বুকারজয়ী দ্বিতীয় সংক্ষিপ্ততম বই। এটি মহাকাশ নিয়ে লেখা প্রথম কোনো বই, যেটি বুকার পুরস্কার জিতেছে। হার্ভে কোভিড-১৯ মহামারির লকডাউনে অরবিটাল বইটি লিখেছিলেন।

এ বছরের বুকার পুরস্কারের জন্য অন্যান্য মনোনীত লেখকদের মধ্যে মার্কিন লেখক র্যাচেল কুশনার এবং কানাডার লেখক অ্যান মাইকেলসও ছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]