বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪ ১১ পৌষ ১৪৩১

শিরোনাম: রাজধানীর সচিব নিবাসেও আগুন   সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দেয়ার সময় বাড়ল   দেশে ফিরেই নতুন বার্তা দিলেন মিজানুর রহমান আজহারী   ভারত থেকে চোখ রাঙিয়ে বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না   হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ায় সচিবালয়ে আগুন: রিজভী   বিএনপিকর্মী হত্যায় কুষ্টিয়ার সাবেক এসপি গ্রেপ্তার    সিরিয়ায় অতর্কিত হামলায় ১৪ পুলিশ নিহত   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিএনপি-আ.লীগ মুদ্রার এপিঠ ওপিঠ: ফয়জুল করীম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ১১:০৯ পিএম | অনলাইন সংস্করণ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বিএনপির বক্তব্য দেখলে আজকে বিবেকে নাড়া দেয়। এদেশের মানুষ শান্তি ও মুক্তির জন্য বারবার জীবন দিয়েছে। কিন্তু চোর এবং ডাকাতরা মানুষের রক্ত নিয়ে হোলি খেলছে। মানুষের আবেগ এবং বিবেককে কাজে লাগাই নাই। আজকে আমাদের আবেগ, আমাদের বিবেক, আমাদের রক্ত, আমাদের ত্যাগ, আমাদের আন্দোলন, আমাদের শ্রম নিয়ে বিএনপি ছিনিমিনি খেলতে চায়। আওয়ামী লীগ এবং বিএনপি মুদ্রার এপিঠ ওপিঠ। ওরা ৫৩ বছর ভাগাভাগি করে দেশটাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেল ৫টায় নওগাঁ শহরের এটিম মাঠে ইসলামী আন্দোলন নওগাঁ জেলা শাখা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও সমাজতান্ত্রিক কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

ফয়জুল করীম বলেন, আপনরা দেখেছেন ৫ আগস্ট আবু সাঈদ, মুগ্ধসহ হাজরো মানুষ, হাজারো যুবক তাদের বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়ে মানুষকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছে। আপনারা দেখেছেন হাজারো মানুষ পঙ্গু হয়েছে, অন্ধ হয়েছে। এখনো হাজারো মা তার ছেলে হারানোর দুঃখে ধুঁকে ধুঁকে মরতেছে। হাজারো বোন বিধবা অবস্থায় রাত কাটাচ্ছে। হাজারো বাচ্চারা এতিম অবস্থায় ঘুরছে। কিন্তু আজকে আমরা কী দেখছি যে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি যুদ্ধ করেছি, সেই চোর এবং ডাকাত খুনিদের সঙ্গে চিহ্নিত একটি রাজনৈতিক দল হাত মিলিয়ে শহিদদের রক্তের সঙ্গে গাদ্দারি করছে। এদেশের মানুষের সঙ্গে গাদ্দারি করছে। 

তিনি আরও বলেন, আপনারা জানেন ওরা এদেশের মানুষের পাগল নয়, ওরা জনগনের সুখ-দুঃখের মধ্যে নাই। ওরা এদেশের মানুষের রক্ত এবং আবেগের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায়। আমাদের রক্ত, লাশকে ওরা ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়। মনে রাখতে হবে আওয়ামী লীগ এবং বিএনপি এদের মধ্যে কোনো পার্থক্য নাই। সব ক্ষমতার পাগল। সব ডাকাত, অত্যাচারী, জালেম, দুর্নিতিবাজ।

ফয়জুল করীম বলেন, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম, জানি না সে রাস্তা থেকে ফিরতে পারব কি পারব না। আজকে আমাদের আবেগ আমাদের বিবেক আমাদের রক্ত আমাদের ত্যাগ আমাদের আন্দোলন আমাদের শ্রম নিয়ে যদি বিএনপি ছিনিমিনি খেলতে চায়, এদেশের মানুষও তাদের রক্ষা করবে না। তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে ছাড়বে ইনশাআল্লাহ।
এতোই ক্ষমতার পাগল হয়ে গেছো? তোমাকে ক্ষমতায় যেতেই হবে? মনে রাখবা এদেশের মানুষ, এদেশের পাবলিক ক্ষমতায় যেতে চায় না। তারা স্বাধীনভাবে বাঁচতে চায়। তারা ক্ষুধার্ত থাকতে চায় না, তারা খেতে চায়। তোমাদের মতো রক্তের ওপর দাঁড়িয়ে মার্সিডিজ গাড়িতে চড়তে চায় না। তারা সামান্যভাবে বাংলাদেশে থাকতে চায়। তারা তোমাদের মতো প্রাসাদে থাকতে চায় না, তারা মোটামুটি মাথা গোঁজার ঠাঁই খোঁজে। যারা বাংলাদেশের জনগনের আবেগকে তাচ্ছিল্য করবে এদেশের জনগণ তাদেরকে রক্ষা করবে না।

তিনি বলেন, আমি জনগণকে বলব আসুন ওই জালেম, দুর্নীতিবাজ, লুটেরা, খুনিদের বয়কট করুন। বিএনপি এবং আওয়ামী লীগ ভাগাভাগি করে চুরি ডাকাতি এবং গুন্ডামি করে এদেশের প্রশাসনটাকে ধ্বংস করে ফেলেছে। এদেশের জনগণকে বলবো আপনারা ঐক্যবদ্ধ হন, যে দলের মধ্যে চোর থাকবে, বদমাশ থাকবে, দুর্নীতিবাজ থাকবে, গুন্ডা থাকবে, ধর্ষক থাকবে অদেরকে ভোট দেব না। ওদের দল করব না।

ইসলামী আন্দোলন নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলটির নায়েবে আমির মাওলানা আব্দুল হক আজাদ, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রমুখ।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]