প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১১:১২ পিএম | অনলাইন সংস্করণ
অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিনকে অপসারণের দাবিতে যশোরে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যশোরের সমন্বয়ক রাশেদ খানের নেতৃত্বে সোমবার বিকাল ৫টার দিকে যশোর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেসক্লাব যশোরের সামনে এসে শেষ হয়।
সেখানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন তারা। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান, প্রতিনিধি মারুফ হোসেন, বিএম আকাশ, সোয়াইব হোসেন, আল মামুন লিখন ও নুর ইসলাম প্রমুখ।
সমাবেশে সমন্বয়ক রাশেদ খান বলেন, ‘সেখ বশির উদ্দিন উপদেষ্টা হওয়ায় যশোরের মানুষ হিসেবে আমাদের খুশি হওয়ার কথা ছিল। কিন্তু তিনি সরাসরি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতা হত্যায় জড়িত ছিলেন। তার ভাই যশোর-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চারবার এমপি হয়েছেন। তাকে উপদেষ্টা করা শহীদদের রক্তের সঙ্গে বেইমানি। অবিলম্বে অপসারণ করতে হবে।’
একই দাবিতে রবিবার গভীর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শহরের দড়াটানা মোড় থেকে মিছিল বের করেন। মিছিল শেষে তারা দড়াটানা ভৈরব চত্বরে পথসভা করেছেন। এদিন সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে সেখ বশির উদ্দিন শপথ নেন।
যশোরের সন্তান সেখ বশির উদ্দিন দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপের প্রতিষ্ঠাতা সেখ আকিজ উদ্দিনের ছেলে। তার ভাই শেখ আফিল উদ্দিন যশোর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে চারবার সংসদ সদস্য হয়েছেন।