বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: ড. মুহাম্মদ ইউনূসের নামে ৬ মামলা বাতিল   সাবেক সচিব নাসির উদ্দীনকে নতুন সিইসি নিয়োগ   ডক্টরেট ডিগ্রি পেলেন ক্রিকেটার মঈন আলী   বিক্ষোভরত অটোরিকশা চালকদের সেনাবাহিনীর ধাওয়া   জামিন পেলেন সাংবাদিক শফিক রেহমান   রেলপথ মন্ত্রণালয়ে যুক্ত হলো ৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট   ছাত্র-জনতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই: প্রধান উপদেষ্টা   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বৈষম্যবিরোধী ছাত্রনেতার হাত ভেঙে দিল যুবদল নেতা
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৫:৫২ পিএম | অনলাইন সংস্করণ

নাটোরে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রনেতা অনিক সরকারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় কাঠের বাটাম দিয়ে পিটিয়ে অনিকের হাত ভেঙে দেয় তারা।  

গতকাল রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় শহরের বঙ্গজল রাজবাড়ি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। 

নাটোর পৌর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহীন আহম্মেদ শিপলু ও তার কর্মীরা হামলা এই চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

বৈষম্যবিরোধী শিক্ষার্থী ও স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭টার দিকে শহরের বঙ্গজল রাজবাড়ির সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রনেতা অনিক সরকারের ওপর মোটরসাইকেলযোগে আসা দুই ব্যক্তি অতর্কিত হামলা চালায়। এ সময় অনিক সরকার কাঠের বাটাম দিয়ে পিটিয়ে হাত ভেঙে দেয় তারা। অনিকের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। 

ভুক্তভোগী অনিক সরকার জনান, গত ১০ নভেম্বর সারাদিন আওয়ামী বিরোধী অবস্থান কর্মসূচিতে থাকার পরে বাড়িতে খাওয়া-দাওয়া করে রাজবাড়ির সামনে আসি। এ সময় যুবদল নেতা শিপলু ও মনি মোটরসাইকেলে এসে কোনো কথা না বলে মারধর শুরু করে।

অনিক আরও বলেন, আমার মনে হয় তৃতীয় পক্ষের কেউ তাকে দিয়ে আমাকে হামলা করিয়েছে। আমি এখন হাসপাতালে আছি। থানায় গিয়ে অভিযোগ দিবো।

এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা শিপলুর বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে অভিযুক্ত মনি জানান, ছাত্র আন্দোলনের আগে অনিক আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে ওঠাবসা করতো। সে সময় অনেক অপকর্মের সঙ্গে লিপ্ত ছিল সে। আজ আমাদের বড় ভাই তাকে দেখে বাইরে ঘোরাফেরা করতে নিষেধ করে। সেসময় সে তর্কে লিপ্ত হলে একটি থাপ্পড় দেয়া হয়। এ ছাড়া অন্য কিছু নয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, বৈষম্যবিরোধী ছাত্ররা থানায় এসে বিষয়টি মৌখিকভাবে জানিয়ে গেছেন। তারা লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]