প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৪:৫৬ পিএম | অনলাইন সংস্করণ
প্রায় দুই বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে এই স্থলবন্দর দিয়ে দুটি ট্রাকে ৯০ টন চাল আমদানি করে মেসার্স শাইরাম এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান।
চাল আমদানি অব্যাহত থাকলে খুচরা বাজারে চালের দাম কমে আসবে বলে জানান আমদানিকারকরা। তবে এখন পর্যন্ত খুচরা বাজারে আটাশ জাতের চাল ৫৮ টাকা, সম্পাকাটারী জাতের চাল ৬৮ টাকা, স্বর্ণা জাতের চাল ৪৮ এবং জিরাশাইল জাতের চাল ৬৬ টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক সিরাজুল ইসলাম বলেন, সরকারের দেয়া শুল্ক প্রত্যাহারের ঘোষণা পর সোমবার দুপুরে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। এসব চাল বাজারে সরবরাহ করা হলে দাম অনেকটাই কমে আসবে।
হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, শুল্ক মুক্ত ভাবে চাল আমদানির জন্য এখন পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে ১৩ জন আমদানিকারক ৯১ হাজার মেট্রিক টন চাল আমদানির অনুমতি পেয়েছে। প্রচুর পরিমাণ এলসি করা হয়েছে। চালের বাজার দ্রুত নিয়ন্ত্রণে আসবে।
এর আগে একই দিন সকালে প্রথম কর্ম দিবসে নতুন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদের জানান, নভেম্বরে কোনো দুর্যোগ না হলে আমনের ফলন ভালো হবে। চালের ক্ষেত্রে আমরা বেসরকারি খাতকে ফ্যাসিলিটেট করছি। সরকারিভাবেও আমদানির পদক্ষেপ নেয়া হয়েছে। তা শিপমেন্টের পর্যায়ে আছে।