ঢাকা: নতুন করে আরও তিনজনের শপথ গ্রহণের পর মন্ত্রণালয়ে উপদেষ্টাদের দায়িত্বে রদবদল হয়েছে। প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবন দরবার হলে এ শপথ অনুষ্ঠান হয়। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
নতুন করে শপথ নেওয়া তিন উপদেষ্টা হলেন- ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তাদের মধ্যে বশির উদ্দিন ও মোস্তফা সরয়ার মন্ত্রণালয় পেয়েছেন। মাহফুজ কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন, তা জানা যায়নি।
জানা গেছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মন্ত্রণালয় ছয়টি থেকে কমিয়ে ৪টি করা হয়েছে। তিনি এখন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। এতদিন তিনি এই চারটি মন্ত্রণালয়সহ খাদ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করতেন।
উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এখন শুধু অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা। এতদিন তিনি বাণিজ্য মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করতেন।
উপদেষ্টা আসিফ নজরুল ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ও সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেন। এর মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে আনা হয়েছে চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে।
উপদেষ্টা হাসান আরিফ এতদিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। এখন তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় দেখবেন।
উপদেষ্টা আলী ইমাম মজুমদার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত ছিলেন। এখন তাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেন। এখন তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেখবেন।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের দায়িত্বে ছিল বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়। এখন তাকে নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন শপথ নেওয়া উপদেষ্টা সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।