রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: সৌদি ফাউন্ডেশনের বৃত্তি, বাংলাদেশিদের আবেদনের সুযোগ   আইপিএলের মেগা নিলাম শুরু বিকেলে   সরকারি চাকরিতে ২২ হাজার নতুন নিয়োগ, ঘোষণা দুপুরে   সৌদি আরবে ২০ হাজার প্রবাসী গ্রেপ্তার   ব্যাটারি রিকশাচালকদের ফের যাত্রাবাড়ী মোড় অবরোধ   বাড়ছে শীতের তীব্রতা, সর্বনিম্ন তাপমাত্রা কুড়িগ্রামে    ‘গাজা কোলা’ কোমলপানীয় হাতে শক্ত প্রতিরোধের প্রত্যয়   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
ওমরা পালনকারীদের জন্য সৌদির নতুন নির্দেশনা
ধর্ম ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ নভেম্বর, ২০২৪, ৭:১২ পিএম | অনলাইন সংস্করণ

ওমরা পালনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব সরকার। এ নির্দেশনায় ওমরা পালনকারীদের শুধু অনুমোদিত নাপিতের কাছেই চুল কাটানোর পরামর্শ দেওয়া হয়েছে। 

স্বাস্থ্য সুরক্ষা এবং পরিবেশগত দিক বিবেচনায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। ১৮০ দিনের মধ্যে এই নতুন স্বাস্থ্যবিধি কার্যকরা হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী প্রাথমিকভাবে নাপিতের দোকানগুলোতে স্বাস্থ্য সুরক্ষা বাড়ানোর দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং কঠোর স্যানিটেশন ব্যবস্থা বাধ্যতামূলক করা এবং শেভিং রেজার পুনরায় ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

মসজিদুল হারামের আশপাশে নির্ধারিত নাপিত বা নাপিতের দোকানে স্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষিত রাখতে বলা হয়েছে এবং এই স্থানগুলো নিরাপদ ও স্বাস্থ্যকর পরিষেবা নিশ্চিতে জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করতে হবে। 

শুধুমাত্র সৌদি কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত প্রসাধনী এবং পণ্য ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, ‘হারাম শরিফের আশপাশে নির্ধারিত স্থানে অনুমোদিত নাপিতদের মাধ্যমে আপনাকে নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে চুল ছাঁটা বা মাথা মুণ্ডানোর বলা নির্দেশনা দেওয়া হয়েছে। এতে পরিষ্কার এবং জীবাণুমুক্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয়।’ 

মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, এই পদক্ষেপগুলো পরিষেবার মান উন্নত করতে এবং এই খাতে বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করতে ও আমাদের প্রতিশ্রুতি প্রতিফলিত করতে সাহায্য করবে।

স্বাস্থ্য নির্দেশনায় সেলুনের কর্মীদের আচরণের উপর বিধিনিষেধ আরোপ করে বলা হয়েছে, পরিষেবা চলাকালীন নাপিতদের নাক বা মুখ স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে এবং অসুস্থতার কোনো লক্ষণ দেখা দিলে তাদের কাজ করা থেকে বিরত থাকতে হবে।

স্বাস্থ্যবিধি বজায় রাখার জন্য সেলুন প্রাঙ্গনে খাওয়া-দাওয়া নিষিদ্ধ করা হয়েছে এবং  নারীদের শুধুমাত্র নির্দিষ্ট সময় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। সূত্র : গালফ নিউজ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]