শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: ইরানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ২৬   অনুপস্থিত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা, বেতন বন্ধ   যেকোনো পরিস্থিতিতে জনগণকে সর্বোচ্চ সেবা দিতে চাই: ডিএমপি কমিশনার   ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬   ফ্যাসিবাদের জনক শেখ মুজিবুর রহমান: ফখরুল   জ্বালানি খাতে ৩ মাসে ৩৭০ কোটি টাকা সাশ্রয়: উপদেষ্টা   ছাত্র আন্দোলনে একাই ২৮ রাউন্ড গুলি করা ফরিদ গ্রেপ্তার   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
‘মানুষ নিরাপদ শহর চাইলে দেশও হবে পরিকল্পিত’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ নভেম্বর, ২০২৪, ১১:৫৩ এএম | অনলাইন সংস্করণ

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেছেন, নিরাপদ ও স্বাস্থ্যকর গ্রাম ও শহর নিশ্চিত করতে সাধারণ নাগরিকদের পক্ষ থেকে দাবি আসতে হবে। মানুষ যদি নিরাপদ শহর চায়, তাহলে দেশও পরিকল্পিত হবে।

গতকাল শনিবার (৯ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে প্ল্যানার্স টাওয়ারের ‘সমগ্র দেশের পরিকল্পনা করি, বৈষম্যহীন সুষম বাংলাদেশ গড়ি’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

ড. আদিল মুহাম্মদ খান বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে পরিকল্পনার গুরুত্ব তুলে বলেন, বাংলাদেশের অগ্রগতির জন্যই মূলত পরিকল্পনা প্রয়োজন, পরিকল্পনাবিদের জন্য না। নিজের সন্তানের জন্য খেলার মাঠ, পড়ার টেবিলে আলো বাতাসের ব্যবস্থা না থাকলে, সেটা তার অভিভাবকের চিন্তার বিষয়।

তিনি বলেন, শহরের সকল শ্রেণির মানুষের অধিকার আছে এসব সুবিধা পাওয়ার, সন্তানের মানবিক বিকাশের পরিবেশ পাওয়ার। সামগ্রিক পরিকল্পনার ব্যত্যয় ঘটানোর পেছনে কতিপয় অসাধু আর্কিটেক্ট ও সিভিল ইঞ্জিনিয়ারের ব্যবসায়ীক মনোভাবকে দায়ী করবো। রিহ্যাব যদিও আবাসনের ব্যবস্থা করে থাকে, সাশ্রয়ী আবাসনের জন্য তাদের কোনো উদ্যোগ নেই।

সেমিনারে অংশ নিয়ে বিআইপির সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান বলেন,  বিভিন্ন পেশাজীবীদের মাঝে সব থেকে বেশি বৈষম্যের শিকার হচ্ছে নগর পরিকল্পনাবিদরা। কেননা সব জায়গাতেই বলা হয়, পেশাজীবী হিসেবে আমরা মাল্টিডিসিপ্লিনারি কাজ করি, অথচ দেখা যায় নগর পরিকল্পনাবিদদের উপযুক্ত পদে নিয়োগ দেওয়া হয় না। বিআইপি স্থানিক পরিকল্পনা প্রস্তুত করেছে যেটা বাস্তবায়নের লক্ষ্যে রাষ্ট্রযন্ত্রের সাথে কাজ করা প্রয়োজন। এটি পৌঁছতে না পারলে দেশ ও দেশের মানুষ বিরাট ক্ষতির সম্মুখীন হবে।

বিআইপি সহ-সভাপতি পরিকল্পনাবিদ সৈয়দ শাহরিয়ার আমিন বলেন, বিগত অর্ধশতাব্দী কাল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বহু উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছে, তবে জন আকাঙ্ক্ষা তথা ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সাম্যতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা, অর্থনৈতিক মুক্তি ও সুষম উন্নয়ন কাঙ্ক্ষিত মাত্রায় নিশ্চিত করা সম্ভব হয়নি। এজন্য রাষ্ট্র পরিচালন ব্যবস্থার পাশাপাশি কর্ম-পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে কাঠামোগত বিষয়ও জড়িত।

ইমেরিটাস অধ্যাপক এ টি এম নুরুল আমিন বলেন, পাকিস্তান আমল থেকে এখন পর্যন্ত আমাদের আবাসন কাঠামো নেই, উন্মুক্ত জায়গা নেই, খেলার মাঠ নেই। পলিসিকে জাতীয় পর্যায়ে প্রয়োগ করতে হলে,পরিকল্পনাবিদদের সংযুক্ত করতে হবে। শিক্ষা ব্যবস্থায় ‘নগর পরিকল্পনা’ যুক্ত করা প্রয়োজন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]