রোববার ২২ ডিসেম্বর ২০২৪ ৭ পৌষ ১৪৩১

শিরোনাম: পানামা খাল নিয়ে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প   ডিসেম্বরের ২১ দিনে ২৪ হাজার কোটি টাকা রেমিট্যান্স   সারজিসের আশ্বাসে সড়ক ছাড়লেন চিকিৎসকরা   রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা   হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক   গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট   গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ৩ আসামির রিমান্ড   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিশ্বনবীর মুজেজা
মহানবীর সামনে কথা বলল ভুনা গোশত
ধর্ম ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪, ৩:৪৮ পিএম আপডেট: ০৮.১১.২০২৪ ৩:৫০ পিএম | অনলাইন সংস্করণ

আমাদের নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনেক সময় অনেক আশ্চর্য ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবে যেটা সম্ভব না সেটা ঘটেছে নবীজির মুজেজা হিসাবে। মহান আল্লাহ তায়ালায় ঘটিয়েছেন তার প্রিয় নবীর (সা.) হাতে। 

একবার এক নারী নবীজিকে কিছু ভুনা গোশত হাদিয়া পাঠাল এক ইহুদি নারী। পাঠিয়েছে হাদিয়া, কিন্তু তার মতলব ছিল খারাপ। সে বিষ মিশ্রিত গোশত পাঠিয়েছিল। 

ইহুদিদের একটি স্বভাব হলো নবীদের কষ্ট দেওয়া। তারা মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে। ঈসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে। এমনকি আমাদের নবীজিকেও অনেক কষ্ট দিয়েছে।

তার বদ মতলবের কথা তো আর নবীজির জানা ছিল না। আর জানবেনই বা কীভাবে; নবীজি তো গায়েব জানতেন না। ভবিষ্যতের যে বিষয় আল্লাহ জানাতেন তাই তিনি জানতেন। ভবিষ্যতের যে কথা আল্লাহ তাকে বলে দিতেন তাই তিনি বলতেন; নিজে থেকে গায়েবের কোনো বিষয় জানা তার পক্ষে সম্ভব ছিল না। কারণ, গায়েবের খবর জানেন একমাত্র আল্লাহ তাআলা; একথা আল্লাহ কুরআনে বলেছেন।

যাইহোক, তার পাঠানো ভুনা গোশত নবীজি ও তার কয়েকজন সাহাবী খাওয়া শুরু করলেন। পরক্ষণেই নবীজি বললেন, সবাই গোশত থেকে হাত উঠিয়ে নাও; কেউ আর একটু গোশতও মুখে দেবে না! সবাই তো অবাক। হলো কী?

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই গোশতই আমাকে বলে দিয়েছে- তাতে বিষ মেশানো। সুতরাং খবরদার তোমরা তাতে হাত দিবে না।

এ গোশত খেয়ে ফেলার কারণে এক সাহাবীর ইন্তেকাল হয়ে গেল। নবীজি কষ্ট পেলেন। কিন্তু আল্লাহ নবীজিকে রক্ষা করলেন। নবীজির কিছু হলো না।

এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি নারীকে ডেকে পাঠালেন। বললেন, তুমি কেন এতে বিষ মিশিয়েছ? সে বলল, আপনাকে কে বলল- আমি এতে বিষ মিশিয়েছি? নবীজি বললেন, তুমি যে গোশতে বিষ মিশিয়েছ সেই গোশতই আমাকে বলে দিয়েছে!

তো কী উদ্দেশ্যে এতে বিষ মিশ্রিত করেছ? সে বলল, আপনি যদি সত্য নবী হন তাহলে আমার জানা মতে এ বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি তা না হন; সাধারণ রাজা-বাদশা হন তাহলে আপনার থেকে মানুষেরা নিষ্কৃতি পাবে।

হাঁ, ওই ইহুদি নারীর ধারণা সত্য প্রমাণিত হয়েছে। বিষ নবীজির কোনো ক্ষতি করতে পারেনি। বরং নবীজির মুজেজা প্রকাশ পেয়েছে; মুমিনের ঈমান মজবুত হয়েছে, কাফেরের সামনে নবীজীর সত্যতা প্রমাণিত হয়েছে। 

সূত্র: সুনানে আবু দাউদ, হাদীস ৪৫১২; মুসতাদরাকে হাকেম, হাদীস ৪৯৬৭; সুনানে কুবরা, বায়হাকী, হাদিস ১৬০১০



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]