প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৬:০৪ পিএম | অনলাইন সংস্করণ
দেশের স্বার্থে সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে বিভক্ত হলে বড় বিপদ নেমে আসবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বড় মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, বৈষম্যহীন সমাজ ও নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। বিভক্ত হলে ষড়যন্ত্র হবে; আরও বড় বিপদ আসবে।
নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়। বিড়ালের মতো নয়, বাঘের মতো বাঁচবেন।’
স্বচ্ছ রাজনীতি করে বলেই বারবার জামায়াতের ওপর আঘাত নেমে এসেছে বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।
গত ৫ আগস্ট সেনাবাহিনী দেশপ্রেমের পরিচয় দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির ক্যানসার উপড়ে ফেলতে হবে। এজন্য রাজনৈতিক দল ও নেতাদের রাজনৈতিক চরিত্র ঠিক করতে হবে। নেতারা দুর্নীতিবাজ না হলে দেশ দুর্নীতিমুক্ত হবে।
‘একদিকে জনগণকে অধিকার এনে দেবো, আবার সেই অধিকার পকেটে করে চুরি করবো, সেটা হবে না’ যোগ করেন জামায়াতের আমির।