প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৭:৪১ পিএম | অনলাইন সংস্করণ
বাগেরহাটে প্রকাশ্যে দিনেদুপুরে ইউনিয়ন পর্যায়ের এক বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মীর্জাপুর মধ্যেপাড়া জামে মসজিদের সামনে বাগেরহাট-গিলাতলা সড়কে এ হত্যাকাণ্ড ঘটে বলে বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ জানান।
নিহত সজিব তরফদার (৪০) ডেমা গ্রামের তরফদার সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ডেমা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে কাউকে এখনও গ্রেপ্তার করা যায়নি।
এ ঘটনায় নিহতের সজিবের মোটরসাইকেলে থাকা কামাল তারফদার নামে একজন গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার বলেন, সজীব তার গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে একজনকে সাথে নিয়ে শহরে যাচ্ছিলেন। পথে আগে থেকে ওৎ পেতে থাকা একদল অস্ত্রধারী তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে হত্যা করে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। খোসাটি শটগানের গুলির। শটগান দিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি। অস্ত্রধারীরা মুখোশ পরা এবং তারা একাধিক দলে বিভক্ত ছিল।
স্থানীয়রা জানান, সজীব তরফদারকে হত্যার খবরে তারা ঘটনাস্থলে যান। সেখানে তার ব্যবহৃত মোটরসাইকেলের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
বাগেরহাট জেলা বিএনপির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক বলেন, সজীব তরফদার বিএনপির সব আন্দোলনে রাজপথের সৈনিক ছিলেন। তিনি এলাকায় খুব জনপ্রিয় ছিলেন। তার এই মৃত্যুতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়েছে। দিনে-দুপুরে এভাবে সন্ত্রাসীরা হত্যা করবে তা আমরা মানতে পারছি না। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা তাকে হত্যা করে থাকতে পারে। পুলিশ ঘটনার তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনবে, সেই দাবি জানাচ্ছি।
এ হত্যাকাণ্ডের ঘটনাটি গুরুত্বের তদন্ত করা হচ্ছে পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেন, এতে জড়িতদের অল্পদিনের মধ্যে শনাক্ত করে অস্ত্রসহ গ্রেপ্তার করা হবে।