প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ১:৩৯ এএম | অনলাইন সংস্করণ
তাবলিগ জামাতের বিবদমান দুই গ্রুপের মধ্যে মীমাংসা ও বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণে বৈঠক ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক ডাকা হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান জানান, তাবলিগ জামাতের দুই গ্রুপকে (জোবায়ের ও সা’দ) নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভা ডাকা হয়েছে।
আসন্ন বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ, আইনশৃঙ্খলা রক্ষা, ইজতেমার সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে সভায় আলোচনা হবে। সভায় সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।