প্রকাশ: শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ৫:১৪ পিএম | অনলাইন সংস্করণ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। আগামী ৬ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাতে শুরু হতে যাচ্ছে এ সিরিজ। তবে দলে জায়গা হয়নি তাইজুল ইসলাম, এনামুল হক বিজয় এবং শেখ মেহেদীর।
দলে সাকিব আল হাসান ও লিটন দাসের অনুপস্থিতি আগেই নিশ্চিত ছিল। সাকিব চোটের কারণে এবং লিটন জ্বরের কারণে এই সিরিজে খেলতে পারবেন না। তানজিম হাসান সাকিবও ইনজুরির কারণে দলে নেই।
গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর আফগানিস্তানের বিপক্ষে দলে জায়গা হারিয়েছেন তাইজুল, বিজয় এবং হাসান মাহমুদ। তবে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ দলে সুযোগ পেয়েছেন এবং নতুন মুখ হিসেবে আছেন পেসার নাহিদ রানা।
এদিকে দল ঘোষণা হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন তাইজুল, বিজয় ও মেহেদী। তাইজুল তার পোস্টে পাঁচটি ইমোজি ব্যবহার করেছেন, যেখানে দুইটি হাসির এবং তিনটি হাততালি দেয়ার ইমোজি রয়েছে।
যদিও এমন পোস্টের ব্যাখ্যায় কিছুই উল্লেখ করেননি তাইজুল। অনেকে মনে করছেন দলে সুযোগ না পাওয়ায় এমন পোস্ট করেছেন তিনি!
অন্যদিকে, বিজয় ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, আমি জানি না, আল্লাহ জানেন। কিন্তু যত দিন সম্ভব, আমি চেষ্টা করে যাব। আমার স্বপ্নগুলোকে পূরণ করব।
শেখ মেহেদী তার পোস্টে মুখ বন্ধ রাখার চারটি ইমোজি যুক্ত করেছেন। মেহেদী সবশেষ ওয়ানডে খেলেছিলেন গত বছর ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
আফগানিস্তান সিরিজের ওয়ানডে ম্যাচগুলো ৬, ৯ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সিরিজ, যেখানে নতুন মুখদের সুযোগ দেয়া হচ্ছে এবং পুরোনো মুখদের পারফরম্যান্সে কিছুটা অনিশ্চয়তা দেখা যাচ্ছে।