প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৬:৩৩ পিএম | অনলাইন সংস্করণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশে একটি ছোট চিরকুট পাওয়া গেছে।
শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন দক্ষিণ ক্যাম্পাস এলাকার একটি বাসা থেকে তাজরিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ ও প্রক্টরিয়াল বডি।
নিহত তাজরিয়ান আহমেদ সোয়ারা (২১) বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম শামীম আহমেদ। মা আসমা সুলতানা। বাড়ি ঢাকার মাতুয়াইল।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ওই বাসাটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ মো. আবদুল মান্নানের। একতলা বাসার এক পাশে থাকেন রসায়ন বিভাগের এই অধ্যাপক। অন্য পাশে তিন কক্ষের ফ্ল্যাটে তিন ছাত্রী ভাড়া নিয়ে থাকেন। এই ফ্ল্যাটের পূর্ব দিকের একটি কক্ষ থেকে তাজরিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব গণমাধ্যমকে বলেন, তারা ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করেন। পাশে চিরকুট পান।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূরুল হামিদ বলেন, তারা খবর পেয়ে আজ সকাল আটটার দিকে পুলিশ ও দুজন চিকিৎসক নিয়ে বাসাটিতে যান। কক্ষের দরজা ভেঙে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নূরুল হামিদ আরও বলেন, সহপাঠীদের মাধ্যমে তিনি জেনেছেন, ওই ছাত্রী পারিবারিক বিষয় নিয়ে বিষণ্ন ছিলেন।