প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৪:৫৪ পিএম আপডেট: ০১.১১.২০২৪ ৬:০৮ পিএম | অনলাইন সংস্করণ
সাফ নারী ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে দেশে ফেরার পর সাফজয়ী নারী ফুটবলারদের যখন জাতীয় ক্রীড়া পরিষদ ও বাফুফে ফুলেল শুভেচ্ছায় ভাসছে।
তখন বেস্ট ইলেভেনের অন্যতম খেলোয়াড় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, ডিফেন্ডার প্রান্তি ও মাছুরার বাড়িতে চলছে উৎসব ওমিষ্টিমুখ। তাদের বাবা-মাকে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষে দেয়া হচ্ছে ফুলের তোড়া। শহরে বের করা হয়েছে আনন্দ র্যালি।
সাফ নারী চ্যাম্পিয়নশিপের অধিনায়ক সাবিনা, মাছুরা ও আফঈদা খন্দকার প্রান্তির বাড়ি এই সাতক্ষীরায়। ইতোমধ্যেই এই তিন কৃতি খেলোয়াড়ের নিজ জেলায় শুরু হয়েছে বাঁধভাঙা উচ্ছ্বাস।
দুপুর আড়াই টার দিকে সাফজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেয়া হচ্ছে ঢাকায়, তখন ওই দলের অধিনায়ক সাতক্ষীরার সাবিনা খাতুনসহ ডিফেন্ডার মাছুরা পারভীন ও আফঈদা খন্দকার প্রান্তির বাড়িতে চলেছে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের পক্ষে জানানো হচ্ছে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানোর ধুম।
এসময় সাফজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের স্বজনেরা জানায়, বাংলাদেশের খেলা হলে আগেভাগে টিভি খুলে বসে থাকে। আবারও সাফ জয়ের সাফল্যে তারা আনন্দিত। দেশবাসীর কাছে এধারা যাতে অব্যাহত থাকে সেজন্য দোয়া চেয়েছেন।
নেপালের মাটিতে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশ নারী ফুটবল দল। দলের অধিনায়কসহ সাতক্ষীরার তিন খেলোয়াড়দের জন্য সাতক্ষীরাবাসীও গর্বিত আনন্দিত বলে জানিয়েছেন সাতক্ষীরা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাইজুল ইসলাম রিপন।
আবেগঘন কণ্ঠে ডিফেন্ডার প্রান্তির কোচ ও বাবা খন্দকার আরিফ হাসান প্রিন্স, মা মমতাজ পারভীনও মেয়ের এ সুনামে গর্বিত, আনন্দিত। দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাইলেন।
সাতক্ষীরার মাটি খেলোয়াড়দের জন্য উর্বর ঘাটি উল্লেখ করে আন্তর্জাতিক সাবেক ফিফা রেফারি তোয়েব হাসান বাংলাদেশ টিমের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, সাতক্ষীরার বহু খেলোয়াড় বিভিন্ন ইভেন্টে জাতীয় পর্যায়ে সাতক্ষীরার সুনাম অক্ষুণ্ণ রেখেছেন। তিনি এখানে একটি ক্রীড়া কমপ্লেক্সের দাবি জানিয়েছেন।