শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: ছাত্র আন্দোলনে একাই ২৮ রাউন্ড গুলি করা ফরিদ গ্রেপ্তার   তৃতীয় বিশ্বযুদ্ধে পুতিনের পাশে দাঁড়াবে কারা   হজে অনিয়মের অভিযোগে ২ এজেন্সিকে জরিমানা   সব সংকট সমাধানে দ্রুত নির্বাচন চাইলেন তারেক রহমান   জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরামর্শ   সাফ চ্যাম্পিয়ন তিন পাহাড়ি কন্যাকে গণসংবর্ধনা   নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য প্রস্তুত ইউরোপের ৭ দেশ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বাচসাস নির্বাচনের ভোটগ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৩:০৪ পিএম | অনলাইন সংস্করণ

ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০১২-২০১৪ মেয়াদী কার্যনির্বাহী কমিটির নির্বাচন জাতীয় প্রেস ক্লাবের বর্ধিত অংশের মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে। 

শুক্রবার (১ নভেম্বর) দুপুর ১২টা থেকে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

বাচসাসের বিদায়ী সাধারণ সম্পাদক রিমন মাহফুজ এক বিবৃতিতে সদস্যদের সাধারণ সভায় অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ মতামত দিয়ে সংগঠনটিকে আরও গতিশীল করার আহ্বান জানিয়েছেন।

তিনি জানান, এবার বাচসাসের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আলিমুজ্জামান। কমিশনে আরও রয়েছেন আমিনুল ইসলাম রাজু, এরফানুল হক নাহিদ, হাফিজুর রহমান সুরুজ ও আবুল হোসেন মজুমদার।

বাচসাস নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ফরিদ বাশার কলেন, ‘স্বতস্ফুর্তভাবে ভোটে অংশ নেওয়ার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলছে। দীর্ঘ সময় স্থবির থাকার পর এ নির্বাচনে যে উদ্দীপনা দেখছি, তা আগে দেখিনি। ’

তিনি বলেন, ‘আমি আশা করবো, নতুন কমিটি ঐতিহ্যবাহী এ সংগঠনকে গতিশীল করবে। ’

সভাপতি প্রার্থী রফিকুজ্জামান বলেন, ‘আমি দুবার সভাপতি ছিলাম। স্থবির সংগঠনকে সচল করেছি। নির্বাচিত হলে স্থায়ী ভবনসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবো। ’

এবারের নির্বাচনে মূলত একটি প্যানেলই অংশ নিচ্ছে। ফলে বেশির ভাগ প্রার্থী নির্বাচন ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এর মধ্যে নির্বাচন হবে সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক পদে।  

এবার সভাপতি পদে নির্বাচন করছেন তিন জন─ কামরুল হাসান দর্পণ, কাজী ফারুক বাবুল ও অঞ্জন রহমান। আর সহ-সাধারণ সম্পাদক পদে লড়ছেন দুজন─ আবু সুফিয়ান রতন ও আহমেদ তেপান্তর।  

অন্যদিকে ভোট ছাড়াই নির্বাচিত হচ্ছেন সহ-সভাপতি লিটন রহমান ও সালাম মাহমুদ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অর্থ সম্পাদক ইরানী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, আন্তর্জাতিক ও গবেষণা বিষয়ক সম্পাদক আবু হুরায়রা মুরাদ, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান স্বর্ণা, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আনিসুল হক রাশেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর ইসলাম লিটন, দফতর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া এবং কার্যনির্বাহী সদস্য নিয়াজ মোর্শেদ শুভ, পান্থ আফজাল, মহিব আল হাসান, শফিউল্লাহ সুমন, শাকিল হোসেন, সাজু আহমেদ, সেলিম কামাল, হাফিজ রহমান ও রুহুল সাখাওয়াত।

বাচসাস ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়। জন্মলগ্নে এর নাম ছিল ‘পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি’। দেশ স্বাধীন হওয়ার পর নাম পরিবর্তন করে হয় ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’, সংক্ষেপে ‘বাচসাস’।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]