প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪, ১২:২২ পিএম | অনলাইন সংস্করণ
নেপালকে ২-১ গোলে হারিয়ে মেয়েদের সাফের শিরোপা ধরে রাখল বাংলাদেশ। এতে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশের মেয়েরা। টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়ন হয়েছেন সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা।
পুরো টুর্নামেন্টে আধিপত্য দেখানো বাংলাদেশ পুরস্কারের মঞ্চেও দেখিয়েছে। দলকে চ্যাম্পিয়ন করার পথে বাংলাদেশের গোলবারে অতন্দ্র প্রহরী ছিলেন রুপনা চাকমা।
দারুণ কিছু সেভ দিয়ে বহুবার দলকে রক্ষা করেছেন তিনি। সেই রুপনা টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন। টানা দ্বিতীয়বারের মতো সেরার পুরস্কার জিতেছেন তিনি। সর্বশেষ ২০২২ সাফ টুর্নামেন্টের সেরা গোলরক্ষক ছিলেন তিনি।
রুপনার দ্বিতীয়বার সেরা হওয়ার মঞ্চে প্রথমবারের মতো টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন ঋতুপর্ণা। টুর্নামেন্টের শুরুর দিকে ‘গোল কপালে নেই‘ বলে আক্ষেপ করা ঋতু সেমিফাইনাল-ফাইনাল দুই ম্যাচেই গোল পেয়েছেন। ২ গোলের পাশাপাশি পুরো টুর্নামেন্টে সতীর্থদের দিয়ে বেশকিছু গোল করেছেন তিনি। যার ফল হিসেবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেব ‘গোল্ডেন বলের’ পুরস্কার জিতেছেন এই মিডফিল্ডার।
অন্যদিকে সর্বোচ্চ ৮ গোল করে ‘গোল্ডেন বুট’ জিতেছেন ভুটানের ফরোয়ার্ড ডেকি লাজোম। ফেয়ার-প্লে পুরস্কার জিতেছে ভুটান।