প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৬:০৩ পিএম | অনলাইন সংস্করণ
মেহনতী মানুষের সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী কাপাসিয়া শাখা সংসদের উদ্যোগে সংগঠনের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কাপাসিয়া শাখা সংসদ কার্যালয়ের সামনের মাঠে এ অনুষ্ঠান হয়।
উদীচী শিল্পী গোষ্ঠী কাপাসিয়া শাখা সংসদের সভাপতি সাংবাদিক নূরুল আমীন সিকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মতিউর রহমান মাষ্টারের পরিচালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গাজীপুর জেলা উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হেলাল মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বিভাগের -১ এর সদস্য সচিব শেখ আনিসুর রহমান।
বক্তব্য রাখের বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী গাজীপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক চন্দন রক্ষিত, আয়কর আইনজীবী গোলাম মূর্তজা প্রমুখ।
দ্বিতীয় পর্বে সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন মো.সাইফুল ইসলাম, মারুফ হাসান, হুমায়ুন কবির, রওনক জাহান শ্রাবন্তী, অরিন, জুই, তিথি, অর্পিতা, লাবণ্য, আদিত্য, দিগন্ত শায়ন্তনি, লক্ষি, অঙ্গিতা, ত্রিপর্না, সমিষ্ষা প্রমুখ।