শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: ভারত থেকে আসছে ৫০ হাজার টন চাল, কেজি ৫৬ টাকা ৫৯ পয়সা   গৌতম আদানিকে গ্রেফতারের দাবি রাহুল গান্ধীর   খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত: প্রধান উপদেষ্টা   পাকিস্তানে গাড়িতে বন্দুকধারীদের গুলি, নিহত ৩৮   সায়নাইড দিয়ে ১৪ জনকে হত্যা করায় নারীর মৃত্যুদণ্ড   সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর   রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সাকিবকে টপকে গেলেন মিরাজ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ৪:৫০ পিএম | অনলাইন সংস্করণ

অলরাউন্ডার সাকিব আল হাসান অবসরের কথা জানিয়েছিলেন কানপুর টেস্টে মাঠে নামার আগেই। এরপর থেকে আলোচনায় রয়েছেন মেহেদী হাসান মিরাজ। বিশ্লেষকদের মতে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ সাকিব হলেন এই ডান হাতি অলরাউন্ডার। মাঠের পারফরম্যান্সেও তার প্রমাণ দিচ্ছেন মিরাজ।

সবশেষ মিরপুর টেস্টে দল ব্যর্থ হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন তিনি। তাই র‌্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন মিরাজ। প্রথমবার টেস্টে অলরাউন্ডারের তালিকায় সেরা তিনে উঠে এসেছেন এই টাইগার ক্রিকেটার। বর্তমানে তার রেটিং পয়েন্ট ২৯৪।

বুধবার (৩০ অক্টোবর) আইসিসি প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে টেস্ট অলরাউন্ডার হিসেবে দুই ধাপ এগিয়ে তিনে উঠেছেন এই টাইগার তারকা। আর তিনে থেকে সাকিব নেমে গেছে চার নম্বরে। তবে যথারীতি টেস্ট অলরাউন্ডারের শীর্ষ দুই অবস্থান ধরে রেখেছেন যথাক্রমে ভারতীয় তারকা রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে তিন উঠলেও মিরাজের অবনতি হয়েছে বোলিং র‌্যাঙ্কিংয়ে। ভারত সিরিজ এবং মিরপুর টেস্টে বল হাতে সেরাটা দিতে না পারায় দুই ধাপ পিছিয়ে ২১ নম্বরে আছেন তিনি। আর ব্যাট হাতে ভালো করায় ৯ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে রয়েছেন মিরাজ।

এ ছাড়া টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছেন মুশফিকুর রহিম, লিটন দাস, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তরা। মিরপুর টেস্টে বাংলাদেশের হারের ম্যাচে ব্যর্থ ছিলেন তারা। মুশফিক এক ধাপ পিছিয়ে ২৬, লিটন ৫ ধাপ পিছিয়ে ৩৩, মুমিনুল ৬ ধাপ পিছিয়ে ৪৮ ও শান্ত ৫ ধাপ পিছিয়ে ৫৩–তে নেমে গেছেন। তবে মাহমুদুল হাসান জয় ৯ ধাপ এগিয়ে উঠেছেন ৭৫ নম্বরে।

টেস্ট ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষ দুইয়ে আছেন জো রুট ও কেইন উইলিয়ামসন। যশস্বী জয়সওয়াল এক ধাপ এগিয়ে তিনে এবং হ্যারি ব্রুক এক ধাপ পিছিয়ে চারে নেমেছেন। এ ছাড়া বড় লাফ দিয়েছেন পাকিস্তানের সৌদ শাকিল। ২০ ধাপ এগিয়ে তিনি তার বর্তমান অবস্থান সাতে।

অন্যদিকে, মিরপুর টেস্টে ৯ উইকেট নিয়ে টেস্ট বোলারদের শীর্ষে উঠে গেছেন কাগিসো রাবাদা। তিনি এগিয়েছেন তিন ধাপ। এ ছাড়া জশ হ্যাজলউড এক ধাপ এগিয়ে দুইয়ে, জাসপ্রিত বুমরাহ ও অশ্বিন দুই ধাপ করে পিছিয়ে তিন ও চারে নেমে গেছেন।

আর বাংলাদেশের তাইজুল তিন ধাপ (১৮তম), হাসান মাহমুদ এক ধাপ (৪৬তম) এগিয়েছেন। স্পিনার নাঈম হাসান পিছিয়েছেন ১১ ধাপ (৫৫তম)। পাকিস্তানের নোমান আলি আট ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠেছেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]