শুক্রবার ২২ নভেম্বর ২০২৪ ৭ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: অবরোধ তুললো অটোচালকরা, ট্রেন চলা স্বাভাবিক   রিমান্ড শেষে আতিক, আলেপ ও ফারুকী কারাগারে    জনদুর্ভোগ আগের মতোই রয়েছে: রিজভী   পারমাণবিক কার্যক্রম বাড়ানোর ঘোষণা দিল ইরান   কোনো দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা নেই: জামায়াত আমির   ভারতকে ১৫০ রানে গুটিয়ে দিলো অস্ট্রেলিয়া   পশ্চিমাদের ওপর হামলার হুঁশিয়ারি পুতিনের   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
সাতক্ষীরায় সাবেক ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে হত্যা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১২:৩৬ পিএম | অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় প্রতিপক্ষের মারধরে আব্দুল মান্নান নামে সাবেক এক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন। 

গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) দিনগত রাতে সদর উপজেলার আবাদেরহাটের বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মান্নান সদর উপজেলার ইন্দিরা গ্রামের মৃত আমিন উদ্দীনের ছেলে ও আগরদাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

প্রত্যক্ষদর্শী আলফাজ হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর আবাদেরহাটের বাজার ব্যবসাসায়ীদের কাছ থেকে মসজিদের বিদ্যুতের মাসিক টাকা আদায় করছিলেন মান্নান। এক ব্যবসায়ীর কাছে টাকা চাওয়ায় ওই দোকানে বসে থাকা ইন্দিরা গ্রামের এক ব্যক্তির সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

তিনি আরও বলেন, কথা কাটাকাটির একপর্যায়ে মান্নানকে বেধড়ক মারধর করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখান থেকে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাতে মারা যান তিনি।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তামিম ইকবাল বলেন, রাত ৮টার দিকে আবদুল মান্নানকে তাদের হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়।

আগরদাড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন বলেন, শুনেছি মারধরের এক পর্যায়ে সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান পড়ে গিয়ে স্ট্রোক করে মারা গেছেন।

সাতক্ষীরা সদর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তারা মরদেহ ময়নাতদন্ত করতে রাজি নন। তাদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।

উল্লেখ্য, ২০১৩ সালে আগরদাড়ী ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম মারা যাওয়ার পর ২০১৪ সালে আগরদাড়ী ইউপির উপনির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হয়ে লাঙল প্রতীক নিয়ে আব্দুল মান্নান চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]