শনিবার ২৩ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য প্রস্তুত ইউরোপের ৭ দেশ   জাতির ভবিষ্যৎ ধ্বংস করে পালিয়েছেন শেখ হাসিনা: রিজভী   টি-টোয়েন্টিতে সেঞ্চুরির হ্যাটট্রি, তিলকের বিশ্ব রেকর্ড   ফার্মগেটে মার্কেন্টাইল ব্যাংক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট   মর্যাদাপূর্ণ সমাজ রূপান্তরে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ   পশ্চিমবঙ্গে বিধানসভার ৬ আসনেই এগিয়ে তৃণমূল   ইউক্রেনে বিমান প্রতিরক্ষা উন্নয়ন বাড়ানো হচ্ছে: জেলেনস্কি   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
হিজবুল্লাহর নতুন প্রধান নাইম কাসেম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৫:১১ পিএম | অনলাইন সংস্করণ

লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন শীর্ষ নেতা হলেন নাইম কাসেম। প্রয়াত নেতা হাসান নাসরাল্লাহর স্থলাভিষিক্ত হবেন তার দীর্ঘদিনের সহযোগী নাইম কাসেম।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে সাবেক উপ-প্রধানের এই পদোন্নতির ঘোষণা দেওয়া হয়। 

গত সেপ্টেম্বরের শেষের দিকে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন হাসান নাসরাল্লাহ। তিনি ছাড়াও হিজবুল্লাহর আরও অনেক জ্যেষ্ঠ নেতাকে হত্যা করেছে ইসরায়েল।

হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, নাইম কাসেমকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করার কারণ তিনি সংগঠনের আদর্শ ও লক্ষ্যগুলোর প্রতি সদা অনুগত। বিবৃতিতে আরও বলা হয়, আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন কাসেমকে এই মহৎ দায়িত্ব পালনে দিকনির্দেশনা দেন।

লেবাননে শিয়া আন্দোলনের প্রতীক হিসেবে বিবেচিত হতেন হিজবুল্লাহর দীর্ঘদিনের নেতা হাসান নাসরাল্লাহ। তার হত্যাকাণ্ডের পর সংগঠনটির ভেতরে এক ধরনের শূন্যতা তৈরি হয়। কয়েক মাস ধরে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর নেতৃত্বের গুরুত্বপূর্ণ অংশ কার্যত ধ্বংস হয়ে গেছে।

হিজবুল্লাহর প্রধান হওয়ার ক্ষেত্রে নাসরাল্লাহর চাচাতো ভাই হাসেম সাফিয়েদিনকে সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ধরা হয়েছিল। কিন্তু তিনিও বৈরুতে এক ইসরায়েলি হামলায় নিহত হন।

৭১ বছর বয়সী নাইম কাসেম হিজবুল্লাহর ‘নম্বর টু’ হিসেবে পরিচিত ছিলেন এবং ১৯৮০র দশকে সংগঠনটি প্রতিষ্ঠার সময় থেকেই এর সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। ২০০৬ সালে ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর নাসরাল্লাহ আত্মগোপনে চলে গেলেও কাসেম প্রকাশ্যে উপস্থিত হতে থাকেন।

সম্প্রতি তিনটি টেলিভিশন ভাষণে হিজবুল্লাহর লক্ষ্য ও অবস্থান নিয়ে বক্তব্য রেখেছেন নাইম কাসেম। গত ৩০ সেপ্টেম্বর এক বার্তায় তিনি ঘোষণা করেন, হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করতে এবং জয়ী হতে পুরোপুরি প্রস্তুত। সূত্র: আল-জাজিরা



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]