রোববার ২৪ নভেম্বর ২০২৪ ৮ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়   দুই দিনের ব্যবধানে ফের বাড়ল স্বর্ণের দাম   প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই প্রিয়াঙ্কার বাজিমাত   রাউজানে গোলাগুলি-সংঘর্ষ বন্ধের দাবিতে নারীদের সংবাদ সম্মেলন   টেকনাফে ট্যাংক বিধ্বংসী রকেট হিট ও ফিন অ্যাসেম্বলি উদ্ধার   ট্রাম্পের সঙ্গে বসতে চান পুতিন   ইরানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত ২৬   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
বিএনপি কখনো সিলমেরে ক্ষমতায় যায়নি: গয়েশ্বর
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৭:১৭ পিএম | অনলাইন সংস্করণ

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ^র চন্দ্র রায় বলেছেন, বিএনপি কখনো সিল মেরে ক্ষমতায় যায়নি এবং যাবেও না। সুষ্ঠু নিরপেক্ষ  নির্বাচনে গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে  জনগণের ভোট নিয়েই বিএনপি আগামীতে ক্ষমতায় যাবে। দেশের জনগণ সেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে। 

তিনি সোমবার সন্ধ্যায় কেরানীগঞ্জের জিনজিরা ঈদগা মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দক্ষিণ  কেরানীগঞ্জ  থানা  যুবদলের উদ্যোগে আয়োাজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কাথা বলেন। 

তিনি আরো বলেন,শেখ মুজিব এদেশে বাকশাল গঠন করে গণতন্ত্রকে দাফন করেছিলেন। সকল সরকারি কর্মকর্তাকে বাকশাল করতে বাধ্য করেছিলেন। চারটি পত্রিকায় রেখে সকল গণমাধ্যম বন্ধ করে দিয়েছিলেন। একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে সময়  শেখ মুজিবের দাফনকৃত গণতন্ত্রকে পুণঃ উদ্ধার করেছিলেন। 

গয়েশ্বর বলেন, ১৭ বছরের চক্রান্ত এখনো শেষ হয়ে় যায়নি। বিদেশে বসে এবং পর্দার আড়াল থেকেও নানা চক্রান্ত চালাচ্ছে। শেখ হাসিনা ও তারদলের লোকজন এ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। স্বৈরাচারী শেখ হাসিনা প্রায় দুই হাজার ছাত্র ও সাধারণ মানুষকে খুন করে দেশ থেকে পালিয়েছে।পালিয়ে় যাওয়া স্বৈরাচার ষড়যন্ত্র করে এদেশে পুনরায় আঘাত হানতে পারে। সেই আঘাতকে প্রতিরোধ করতে  তাই আমাদের সবাইকে জাগ্রত থাকতে হবে। 

তিনি বলেন, আমাদের আন্দোলন ছিল গণতন্ত্রকে উদ্ধার করা। যদি কেউ বলে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন তাদের একক কৃতিত্বের দাবিদার তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। আমরা জানি ডক্টর ইউনুস সাহেব একজন ভদ্রলোক। তার ভদ্রতা আমরা দেখেছি। কিন্তু তিনি কখনো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে একদিনও দেখতে যাননি। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক হাজী মাসুদ আলম স্বাধীনের সভাপতিত্বে  এ সময় বক্তব্য রাখেন, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায়চৌধুরী, বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য  হাজী  নাজিম উদ্দিন,দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, বিএনপি নেতা সেলিম চৌধুরী, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাজী মোকাররম হোসেন সাজ্জাদ, এডভোকেট শাহীন রহমান, দক্ষিণ কেরানীগঞ্জ থানা  যুবদলের যুগ্ন আহবায়ক আবু জাহিদ মামুন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব মোঃ আতিকুর রহমান মানিক।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]