প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৬:২২ পিএম | অনলাইন সংস্করণ
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ দল। এই সিরিজের পরপরই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে টাইগাররা।
আগামী ৬ নভেম্বর প্রথম ম্যাচে মাঠে নামবে এই দুই দল। আসন্ন এই সিরিজেও সাকিব আল হাসানের খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। আসন্ন সিরিজে খেলা প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় সাকিব বলেছেন, ‘আমি কীভাবে বলব, এটা তো বিসিবির বলা উচিত।’
অবশ্য সাকিবের খেলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি বিসিবি।
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন সাকিব। প্রথমে স্কোয়াডেও জায়গা পেয়ছিলেন এই টাইগার অলরাউন্ডার। তবে নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরতে পারেননি সাকিব। খেলতে পারেননি মিরপুর টেস্ট।
আগামী ৬ নভেম্বর শারজায় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর।