বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪ ৬ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: রাজধানীতে অটোরিকশা চালকদের রেল ও সড়ক অবরোধ   শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা    ধামরাইয়ে বাস-ট্রাকের সংঘর্ষে ৪ শ্রমিক নিহত, আহত ১৫    সশস্ত্র বাহিনী দিবস আজ, দিনভর যত আয়োজন   আজ গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়   তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়ছে   সাবেক এমপি শাহজাহান ওমরের বাড়িতে হামলা-ভাঙচুর   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
‘এক দুপুরে, হাসিনার পুকুরে- বড়শি না থাকায় ধরতে পারিনি মাছ’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৫:৫৮ পিএম | অনলাইন সংস্করণ

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গণভবন থেকে পালিয়ে ভারত চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার গণভবনকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্তের কথা জানায়। গণভবনের বর্তমান অবস্থার বড় কোনো পরিবর্তন না করেই জাদুঘর প্রতিষ্ঠা করবে সরকার। 

প্রস্তাবিত সেই স্মৃতি জাদুঘর পরিদর্শনে গিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তার সঙ্গে তথ্য উপদেষ্টা নাহিদ হাসান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও ছিলেন।

সোমবার (২৮ অক্টোবর) গণভবন থেকে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন আসিফ মাহমুদ। তার সঙ্গে ছবিতে নাহিদ হাসান ও মাহফুজ আলমও আছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ছবিটি পোস্ট করে ক্যাপশনে উপদেষ্টা আসিফ লিখেছেন, ‘এক দুপুরে, হাসিনার পুকুরে...।’ ওই ক্যাপশনের নিচে বিশেষভাবে লিখেছেন, ‘বি. দ্র. : বড়শি না থাকায় মাছ ধরতে পারিনি।’ এছাড়া কমেন্টে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে ক্যাপশনের মাস্টারমাইন্ড উল্লেখ করেছেন তিনি।

এদিকে, উপদেষ্ঠা নাহিদের ফেসবুক পোস্টে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত লাইক পড়েছে ১ লাখ ৪৬ হাজার, কমেন্ট পড়েছে প্রায় সাড়ে ৯ হাজার। এছাড়াও ফেসবুক পোস্টটি শেয়ার হয়েছে প্রায় আড়াই হাজার।

ফেসবুক পোস্টটির কমেন্টে অনেকে ইতিবাচক-নেতিবাচক মন্তব্য করেছেন। মহসিন রেজা নামে একজন কমেন্টে লিখেছেন, “হাসিনার পুকুরে” কথা টা সম্পূর্ণ ভুল। এটা বাংলাদেশের মানুষের পুকুর। হাসিনা এতদিন দখল করে রেখেছিল শুধু।’ হাবিবুর রহমান জুয়েল নামে আরেকজন লিখেছেন, ‘তোমরা ই গড়বে আগামীর সোনার বাংলা, সাথে আছি আমরা। বুড়দের দিন শেষ, তারুণ্যের বাংলাদেশ।’ 

জান্নাতুল বুসরা নামে আরেকজন লিখেছেন, ‘কোন এক দুপুরে, ফ্যাসিস্টের পুকুরে।’

উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার কয়েক মুহূর্তে গণভবনে কয়েক লাখ বিক্ষোভকারী হামলা চালায়। বিক্ষোভকারীরা গণভবনের দেয়াল ও কক্ষে গ্রাফিতি এঁকে এবং হাসিনার বিরুদ্ধে নানা প্রতিবাদ নোট লিখে ক্ষোভ প্রকাশ করেন। এর এক মাস পর ৫ সেপ্টেম্বর গণভবনকে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]