প্রকাশ: রোববার, ২৭ অক্টোবর, ২০২৪, ৬:১০ পিএম | অনলাইন সংস্করণ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির মাসিক যৌথ সভা ও সদস্যদের মান উন্নয়নে ই-প্রশিক্ষণ হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) দিনব্যাপী কাপাসিয়া উপজেলা সমবায় অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমান।
প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন কাপাসিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির।
সমবায় অফিসার সিরাজুল ইসলাম বলেন, এ প্রকল্পের আইজিএ প্রশিক্ষণ থেকে সমিতির সদস্যরা প্রশিক্ষণ নিয়ে অনেকেই বিদেশে গেছে। অনেকে দেশে বিভিন্ন কলকারখানায় চাকরি করছে। প্রকল্প থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ৫০০ জনের কর্মসংস্থান হয়েছে।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম ফাতেমা ,বামনোখলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্য রাহিমা খাতুন লতা, সদস্য আছমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।