প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ১১:১৯ পিএম | অনলাইন সংস্করণ
অতর্কিত হামলায় ইরানের সীমান্তরক্ষী বাহিনীর দশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই হামলা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানিয়েছে, এই হামলার পেছনে সুন্নি সশস্ত্র গোষ্ঠীদের হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত সংলগ্ন এক এলাকায় অতর্কিত হামলায় ওই দশ সদস্য প্রাণ হারিয়েছেন। ওই এলাকায় সুন্নি সশস্ত্র গোষ্ঠীর সদস্য ও মাদক চোরাচালানকারীদের সঙ্গে দীর্ঘদিন ধরেই সংঘাতে জড়িয়ে আছেন ইরানর সীমান্তরক্ষীরা।