বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪ ১৯ অগ্রহায়ণ ১৪৩১

শিরোনাম: টঙ্গীর জোড় ইজতেমায় আরও তিন মুসল্লির মৃত্যু   আগামী নির্বাচন অনেক কঠিন হবে : তারেক রহমান   খালেদা জিয়ার চীনা রাষ্ট্রদূত, দিলেন ‘বিশেষ উপহার’   পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি কিনল বাংলাদেশ   ভারতীয় গণমাধ্যমে মিথ্যা তথ্য ছড়ানোয় বিএফইউজে-ডিইউজের উদ্বেগ   নারীদের ব্যবহার করে টাকা পাচার করতেন গান বাংলার তাপস   নভেম্বরে রপ্তানি আয় ৪১১ কোটি ৯৭ লাখ ডলার   
https://www.dailyvorerpata.com/ad/Inner Body.gif
গৌরীর মা হওয়ার বিষয়ে শাহরুখের ধারণা ভুল
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৩:৪৩ পিএম | অনলাইন সংস্করণ

বলিউড বাদশা শাহরুখ খান ও গৌরী খান একসঙ্গে তাদের ৩৩টি বসন্ত পার করেছেন। এখন তারা তিন সন্তানের জনক-জননী। আরিয়ান, সুহানা ও আব্রাম তাদের সংসারে আসার পরে এ দম্পতির জীবনের মানে পাল্টে গেছে। শাহরুখ খান ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে এমনটাই জানিয়েছিলেন।

গৌরী স্ত্রী হিসেবে ভালো হলেও একজন অসাধারণ মা হতে পারবেন- তা ভাবেননি শাহরুখ। তবে গৌরীর মধ্যে একজন ভালো মা হয়ে ওঠার গুণ রয়েছে তা তিনি কিছুটা অনুমান করতে পেরেছিলেন। 

কিং খানের ধারণা ছিল, সন্তানদের সঙ্গে গৌরীর বনিবনা খুব একটা হবে না। কিন্তু পরে শাহরুখের সেই ধারণা ভুল প্রমাণ করলেন গৌরী।

এ প্রসঙ্গে শাহরুখ খান বলেছিলেন, ‘আমি কখনো ভাবিনি, গৌরী একজন অসাধারণ মা হতে পারবে। সন্তানদের সঙ্গে তার সহজে বনিবনা হতো না। শুরুতে ওকে সন্তানদের খুব একটা আদর দিতেও দেখিনি। মেয়েরা সাধারণত সন্তানদের দেখলে খুব আদর করে। ও কিন্তু একেবারেই তেমন ছিল না। তাই পরে ওর পরিবর্তন দেখে আমি অবাক হয়েছিলাম। কীভাবে গৌরী মা হিসেবে এমন অসাধারণ হয়ে উঠেছে’।

শাহরুখ আরও জানিয়েছিলেন, ‘গৌরী সাদামাঠা মধ্যবিত্ত জীবনযাপন পছন্দ করেন। তার মতো মানুষের সংসারে ঠিক গৌরীর মতোই একজন মায়ের দরকার। গৌরী বুদ্ধি, বিবেচনা দিয়ে সংসারের সব কিছু সামলে রাখেন’।

গৌরী শুধু একজন মা হিসেবেই নয়, জীবনের প্রতিটি পদক্ষেপে শাহরুখের পাশে থেকেছেন তিনি। তাই দাম্পত্য জীবনের ৩৩ বছর পার করলেও তাদের প্রেমে কখনোই ভাটা পড়েনি। শাহরুখ এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার মনে হয়, গৌরীই আমার জীবনের সবকিছু সামলে রেখেছে। আমি অনেক ভুল করেছি। অনেক খারাপ কাজ করেছি। কিন্তু গৌরী সব কিছু মেনে নিয়ে আমাকে আগলে রেখেছে। শুধু তাই নয় গৌরী আমাকে মাটির মানুষ হতে শিখিয়েছেন।

শাহরুখ খান আরিয়ানের জন্মের সময় অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলেন। সেই অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম গৌরী বোধহয় বাঁচবে না। সেই সময় সন্তানের কথা মাথা থেকে বেরিয়েই গিয়েছিল। সন্তানকে তেমন গুরুত্বপূর্ণ মনেই হয়নি। গৌরী ঠকঠক করে কাঁপছিল’।



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
http://www.dailyvorerpata.com/ad/Vorer-pata-23-12-23.gif
http://dailyvorerpata.com/ad/af.jpg
http://www.dailyvorerpata.com/ad/bb.jpg
এই ক্যাটেগরির আরো সংবাদ


সম্পাদক ও প্রকাশক: ড. কাজী এরতেজা হাসান
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সাউথ ওয়েস্টার্ন মিডিয়া গ্রুপ


©ডেইলি ভোরের পাতা ডটকম


©ডেইলি ভোরের পাতা ডটকম

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ফোন:৮৮-০২-৪১০১০০৮৭, ৪১০১০০৮৬, বিজ্ঞাপন বিভাগ: ৪১০১০০৮৪, ফ্যাক্স : ৮৮-০২-৪১০১০০৮৫
অনলাইন ইমেইল: [email protected] বার্তা ইমেইল:[email protected] বিজ্ঞাপন ইমেইল:[email protected]