প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ৩:৩৩ পিএম | অনলাইন সংস্করণ
সাফ চ্যাম্পিয়নের শুরুতে পাকিস্তানের বিপক্ষে ড্র করে করে বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয় ম্যাচে ভারতে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
তবে সেমিফাইনালের আগে বড় ধাক্কা পেল বাংলাদেশ শিবির। অসুস্থতার দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি অধিনায়ক সাবিনা খাতুন।
আগামীকাল রোববার (২৭ অক্টোবর) নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
কিন্তু আজ (শনিবার) ম্যাচের আগের দিনের অনুশীলনে ছিলেন না সাবিনা। দলীয় একটি সূত্র থেকে দেশের বেসরকারি একটি গণমাধ্যম নিশ্চিত হয়েছে জ্বরে ভুগছেন সাবিনা।
এর আগে জ্বরে আক্রান্ত হয়েছিলেন ডিফেন্ডার আফিদা খাতুন। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৩-১ ব্যবধানে জয়ের পথে চমৎকার গোলে তিনিই দলকে এগিয়ে নিয়েছিলেন। সেরে উঠে শনিবার দলের সঙ্গেই অনুশীলন করেছেন তিনি।
দুই বছর আগে নেপালের এই মাঠেই ভুটানকে ৮-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ দল। পরে নেপালকে ফাইনালে হারিয়ে হয়েছিল অপরাজিত চ্যাম্পিয়ন।
এবারও সেই স্মৃতি ধরে রাখতে চায় বাংলাদেশের মেয়েরা। তবে শেষ পর্যন্ত সাবিনা সেমিফাইনালে মাঠে নামতে না পারলে বিপাকে পড়বে দল।