প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ২:৫০ পিএম আপডেট: ২৬.১০.২০২৪ ৩:৫৮ পিএম | অনলাইন সংস্করণ
কেরানীগঞ্জ প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সদস্য ও সাংবাদিক অধিকার পরিষদের সহ- সভাপতি মো. মোস্তাফিজুর রহমান মোস্তাকের জন্মদিন পালন করা হয়েছে।
শনিবার দুপুরে কেরাণীগঞ্জ প্রেসক্লাব ভবনে কেক কেটে, বেলুন ফুটিয়ে জন্মদিন পালন করেন ক্লাবের সাংবাদিকবৃন্দ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল গনি, সাধারণ সম্পাদক হাজী মোস্তফা কামাল, সাবেক কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান, সহসাধারণ সম্পাদক শেখ মো. শামীম উদ্দিন, মোহনা টিভির সাংবাদিক আলমগীর হোসেন, মুক্ত খবরের সাংবাদিক মো. সাঈদ, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক মো. শাহিন, জনকণ্ঠের সাংবাদিক মো. শিপন উদ্দিন, গ্লোবালটিভির সাংবাদিক মো. আরিফ হোসেন, এস টিভির সাংবাদিক আবুবকর সিদ্দিক,ঢাকা রিপোর্টের সাংবাদিক মোঃ ইব্রাহিম, একুশে সংবাদের সাংবাদিক নাসির সিকদার প্রমুখ।
তার জন্মদিন উপলক্ষে বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। জন্মদিন উপলক্ষে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।