প্রকাশ: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ২:৪৬ পিএম আপডেট: ২৬.১০.২০২৪ ২:৫০ পিএম | অনলাইন সংস্করণ
ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানাধীন শাক্তার বামনশুর এলাকায় এক বর্ণঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে কামাল'স ওয়েসিস কনভেনশন হল।
সোমবার সন্ধ্যায় প্রধান অতিথি হয়ে এর শুভ উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব আমান উল্লাহ আমান।
কামাল'স ওয়েসিস কনভেনশন হলের কর্ণধর কামাল হোসেন এর আয়োজনে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, মডেল থানা বিএনপির নেতা মো নাজিম উদ্দিন , ঢাকা জেলা যুবদলের নেতা মো মাসুদ রানা, জানে আলম সুমন প্রমূখ।
আয়োজনের মধ্যে ছিলো ফুল দিয়ে অতিথি বরণ, আলোকসজ্জা, ডিনার, প্রখ্যাত বাউল সংগীত শিল্পী আরিফ দেওয়ানের মনমাতানো বাউল গান।
কামাল'স ওয়েসিস কনভেনশন হলে এমডি জালাল উদ্দিন নাহিয়ান বলেন, এলাকার মানুষের সুবিধার জন্য এই কনভেনশন এই কনভেনশন সেন্টারের কার্যক্রম শুরু করা হয়েছে। এই কনভেনশন সেন্টারটি এলাকার সর্ব শ্রেণীর মানুষের উপকারে আসবে বলে তিনি মনে করেন।