প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৫:৫৩ পিএম | অনলাইন সংস্করণ
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে গাজীপুরের কাপাসিয়া বাজারে অভিযান চালিয়েছে বিশেষ টাস্কফোর্সসহ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
বুধবার (২৩ অক্টোবর) উপজেলার কাপাসিয়া বাজারে সবজি, ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পিঁয়াজ, রসুন, আদা ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম লুৎফর রহমান।
এসময় অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম লুৎফর রহমান জানান, সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে পন্য বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪০ ও ৫১ ধারায় ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর ৩০ ধারা মোতাবেক মোট ৬টি মামলায় ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
সরকারি নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। মনিটরিং কার্যক্রম ও জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।