প্রকাশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৫:০৫ পিএম | অনলাইন সংস্করণ
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় নিয়মিত পাইপলাইন সংস্কারের কাজ করছে দেশের বৃহত্তম গ্যাস বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেট এলাকাসহ আশপাশের কিছু এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে।
এতে বলা হয় আগামীকাল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর ফার্মগেট, নাখালপাড়া, শাহিনবাগ, ভাওয়ালবাগ, তেজতুরী বাজার এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।